ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হত্যা মামলার আসামি আক্তারুজ্জামান হাসপাতালের বিলাসবহুল কেবিনে

স্টাফ রিপোর্টার:
১৭ মার্চ ২০২৫, ১৬:২৬
আপডেট  : ১৭ মার্চ ২০২৫, ১৬:৩২

রাজধানীর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক ঢাকা সিটি করপোরেশন কমিশনার চৌধুরী আলম গুম ও একাধিক ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি খান মোহাম্মদ আক্তারুজ্জামান বর্তমানে কারাগারে থাকার কথা থাকলেও, অবৈধ অর্থের জোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিলাসবহুল কেবিনে দুই সপ্তাহের বেশি সময় ধরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি গুরুতর কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন না, বরং কারাগারের পরিবেশ এড়িয়ে হাসপাতালের বিশেষ সুবিধা ভোগ করছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় তিনি হাসপাতালের বিশেষ কেবিনে থাকার ব্যবস্থা করেছেন।

২০১০ সালের ২৫ জুন সন্ধ্যায় ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে বিএনপি নেতা চৌধুরী আলমকে অপহরণ করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পরও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় সম্প্রতি তার ছেলে আবু সাঈদ চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিজিএফআইয়ের সাবেক ডিজি জিয়াউল আহসানসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই মামলার অন্যতম আসামি খান মোহাম্মদ আক্তারুজ্জামান। অভিযোগ রয়েছে, চৌধুরী আলম গুমে সরাসরি সম্পৃক্ত থাকার পাশাপাশি আক্তারুজ্জামান বিভিন্ন গুম, হত্যা ও দখলবাজি কর্মকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আক্তারুজ্জামান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা, গুম, সন্ত্রাসী কার্যক্রম ও দখলবাজির মামলা রয়েছে। মিরপুর, পল্টন, খিলগাঁও, উত্তরা পশ্চিম, যাত্রাবাড়ী, রামপুরাসহ ও ভাষানটেক থানায় ছাত্র হত্যা মামলা এবং ক্যান্টনমেন্ট থানায় ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র আতিকুল ইসলাম, "আয়নাঘর জিয়া", "ডিবি হারুন", আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও অনেক বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। এসব সম্পর্ক কাজে লাগিয়ে তিনি বছরের পর বছর দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের মতো কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ খেলাপি এবং দুদকের তদন্তাধীন একাধিক দুর্নীতির মামলা রয়েছে। পিসিআর রিপোর্ট অনুযায়ী, তার বিরুদ্ধে The Penal Code, 1860-এর 143, 447, 149, 323, 324, 325, 326, 307, 384, 385, 506 এবং 302, 34, 109, 114 ধারায় একাধিক মামলা চলমান।

সাধারণ বন্দিরা যেখানে ন্যূনতম চিকিৎসা সুবিধার জন্য হাহাকার করেন, সেখানে এত বড় অপরাধের আসামি হাসপাতালের বিশেষ কেবিনে থেকে সরকারি টাকায় ভিআইপি সুবিধা ভোগ করছেন। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—একজন ভয়ংকর অপরাধীর জন্য এত সুবিধা কীভাবে সম্ভব?

জনগণের প্রশ্ন, আইনের চোখে সবাই সমান হলে আক্তারুজ্জামানের মতো আসামির ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? অপরাধীদের এই ‘হাসপাতাল নাটক’ বন্ধ করে দ্রুত কারাগারে ফিরিয়ে আনার দাবি উঠেছে। একইসঙ্গে, তার প্রকৃত শারীরিক অবস্থা যাচাইয়ে নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন অনেকে। যদি তিনি সত্যিই অসুস্থ হন, তাহলে জেল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হোক। আর যদি সুস্থ থাকেন, তাহলে দ্রুত কারাগারে পাঠিয়ে তার উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।

এমন ‘ভিআইপি বন্দিত্ব’ আইনের শাসনের প্রতি অবজ্ঞার শামিল। দুর্নীতিবাজদের ছত্রছায়ায় গড়ে ওঠা এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই সময়। জনগণ জানতে চায়—এই অপরাধী এতদিন কীভাবে হাসপাতালের আড়ালে আরামদায়ক জীবনযাপন করছেন?

আমার বার্তা/এমই

গারো পাহাড়ের সবুজায়নে বেড়েছে বন্য হাতির সংখ্যা

শেরপুর জেলার  সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বেড়েছে বন্য হাতির সংখ্যা। ফলে খাদ্য সংকট সৃষ্টি হওয়ায়

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পদোন্নতি, দক্ষ ব্যাংকারদের বঞ্চনা

বিপ্লবী সরকার আমলেও ব্যাংকিং খাতে দক্ষ, সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তারা পদোন্নতি পাননি। তাদেরকে   বঞ্চিত করে

জঙ্গল বিহীন পাহাড় আবার গাছগাছালিতে ভরে উঠছে

বদলে গেছে পাহাড়ের দৃশ্য পট। গাছ গাছালি বন জঙ্গল বিহীন পাহাড় আবার গাছগাছালিতে ভরে উঠেছে।

মিরপুর বিআরটিএতে দালালি ও অপকর্মে আনসার কমান্ডার ফারুক জড়িত

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে দালালদের পাশাপাশি অপকর্মে জরিত নিরপত্তার দ্বায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. ফারুক। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গারো পাহাড়ের সবুজায়নে বেড়েছে বন্য হাতির সংখ্যা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

বাচ্চার সাথে বাবার সুসম্পর্ক বজায় রাখতে করণীয়

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাউবি মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে: উপদেষ্টা বিধান

মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে

ঝালকাঠিতে থ্রি-হুইলারের ধাক্কায় ২ জন নিহত

সারাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা শুরু

দেশের মানুষ মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে: আখতার

চালের দাম কমলে আটার দামও কমে যাবে: খাদ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

মসজিদুল হারামে প্রবেশে যেসব সুন্নত পালন করবেন

হাসিনার দুঃশাসন ও পতন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

দুই মাসের মধ্যে হেফাজতের নেতা–কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি মামুনুল হকের

ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না

সাকিবকে আ.লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর হাফিজ

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: সাখাওয়াত

বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল