২০২৬ সাল থেকে স্থায়ীভাবে স্থলপথে হজযাত্রা বন্ধ করতে যাচ্ছে মিসর। এই পদক্ষেপ মিসরের হজ ব্যবস্থাপনায় একটি বড় রূপান্তর হিসেবে বিবেচিত হচ্ছে।
হজ মৌসুমে সৌদি আরবের পরিবহন কৌশলে বড় পরিবর্তনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে । নতুন কৌশলের অংশ হিসেবে সৌদি সরকার শুধুমাত্র নিজস্ব অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে চায়।
মিসরের ট্যুরিস্ট চেম্বার ফেডারেশনের সদস্য হামজা আনাবি স্থানীয় গণমাধ্যমকে বলেন, পবিত্র স্থানগুলোতে হাজিদের পরিবহনের জন্য নিজেদের পরিবহন বহর ব্যবহার করতে চায় সৌদি আরব। এতে বিদেশি যানবাহন— যেমন, মিসরের বাস আর প্রবেশ করতে পারবে না সৌদিতে।
হামজা আনাবি আরও জানান, ভবিষ্যতের হজ কার্যক্রমগুলো আরও অর্থনৈতিকভাবে কার্যকর করে সাজানো হবে।
তিনি বলেন, সৌদি আরবের নতুন বিধিমালা অনুসরণ করে হজযাত্রীদের উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে ফেডারেশন ইতোমধ্যে সংশ্লিষ্ট মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
২০২৬ সালের হজ সংক্রান্ত নতুন নির্দেশনা শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : গালফ নিউজ
আমার বার্তা/এল/এমই