সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিট অনুষ্ঠানে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহীত
বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ আগস্ট) বনানী সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।
এ সময় তিনি বলেন, টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা যাবে না। আমরা সকলে মিলে সেই কাজটা করতে যাচ্ছি, সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীর বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেটকে ঊর্ধ্ব পর্যায়ে নিয়ে যেতে হবে। ক্যাপিটাল মার্কেট ব্যতিত আসলে লং টাইম ফাইন্যান্সিং সম্ভব না।
এদিকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুবদল-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-জাতীয়তাবাদী ছাত্র দল’ এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না। কী পারবেন না আপনারা? পারতে হবে।
ফখরুল বলেন, দরকার হলে গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার... এটাই হবে আমাদের কাজ।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যদি জনগণের মন জয় করে তাদের আমাদের পক্ষে আনতে পারি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে তার প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন।
আমার বার্তা/এমই