সারাদেশের ন্যায় চাঁদপুরে জুলাই পদযাত্রায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া সন্তানদের হত্যার বিচার এখনও দৃশ্যমান হয়নি। এই সরকারকে জুলাই সনদ, হত্যার বিচার ও সংস্কার কার্যক্রম শেষ করতে হবে।
বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিচার কাজ না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানান তিনি।
পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ডের চাঁদপুরে এই পদযাত্রার নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী। এসময় মাইলস্ট্রোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোকর্যালি বের করা হয়।
পরে দুপুর ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন। বেলা ৩টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ করে চাঁদপুরের কর্মসূচি।
আমার বার্তা/এমই