“কৃষি সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন- “দক্ষ ও প্রশিক্ষিত কৃষিবিদরাই তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও মাঠ পর্যায়ে পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে”। তিনি অতি সম্প্রতি গাজীপুরস্থ জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমী আয়োজিত কৃষিবিদ ও কৃষি কর্মকর্তাদের ৩১তম বুনিয়াদী প্রশিক্ষন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ প্রশিক্ষনে বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর আওতাধীন ঘঅজঝ ভূক্ত ১১টি প্রতিষ্ঠানের ১২০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশ নেন।
জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমীর মহাপরিচালক মো. সাইফুল আজম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ডঃ নাজমুন নাহার করিম। এ প্রশিক্ষন অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ডঃ মোহাম্মদ খালেকুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ডঃ মোঃ আব্দুল্লাহ ইউসুফ আখন্দ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর মহাপরিচালক ডঃ বেগম সামিয়া সুলতানা, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ডঃ মোঃ আবুল কালাম আজাদ এবং তুলা উন্নয়ন বোর্ড এর নির্বাহী পরিচালক মোঃ রেজাউল আমিন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নাটার উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান কৃষি সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান- উপস্থিত প্রশিক্ষনার্থীদের দেশে কৃষি ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্ব স্ব ক্ষেত্রে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কৃষি সচিব- নাটা কার্যালয়ে পৌছেলে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ব্যনার, ফেস্টুন ও ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।
আমার বার্তা/এমই