ই-পেপার বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

তালাবদ্ধ মাইলস্টোনের গেট, প্রবেশাধিকার মেলেনি কারো

আমার বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৫, ১৩:৪২
আপডেট  : ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার কলেজ চত্বরে কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না ছাত্রদের। তারপরও পুরো ক্যাম্পাস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া অবস্থান।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের গেট বন্ধ থাকলেও জনতার উপস্থিতি ছিল আশপাশের এলাকাজুড়ে। কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছেন, কেউ বা শিক্ষক-শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। আর ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি কলেজের নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা, যাদের মুখে শোক আর বিস্ময়ের ছিল ছাপ স্পষ্ট। অনেক অভিভাবককেই দেখা গেছে আবেগতাড়িত হতে। এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও মধ্যেও ছিল সেই ছাপ।

আবার গেটের সামনে গিয়ে কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিছু মানুষ ধাক্কাধাক্কি করেন, কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চান, তবুও অনুমতি মেলেনি। এ অবস্থায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন গেটের সামনেই।

উত্তরা-১১ নম্বর সেক্টরের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, শুধু দেখতে এসেছি, ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তো। মনে হয়, এখনো কিছু একটা হবে।

পাশ থেকে দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, আমার ছেলের ১১টায় ছুটি হয়েছিল। আমার আত্মীয়র সন্তানও পড়ে এই কলেজে। তাই ভেতরে কেমন অবস্থা সেটি দেখতে আসলাম।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া আজ শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি বা জমায়েত দেখা যায়নি।

এদিকে, বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন– উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী– মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। মানবিক বিবেচনায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা।

আমার বার্তা/জেএইচ

বিমান বিধ্বস্তে ছেলেকে অক্ষত পাওয়া গেলেও তিন দিনেও খোঁজ মেলেনি মায়ের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছেলেকে আনতে গিয়েছিলেন আফসানা প্রিয়া (৩০)। বিমান বিধ্বস্তের পর

এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক

জনগণকে আমরা গণনার বাইরে ফেলে দিয়েছি: হোসেন জিল্লুর

বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন,

সিইসিসহ নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ১৮তম দিনের আলোচনায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাহারে ১০ জনসহ গাজায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

২৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

দেশের ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে: আমীর খসরু

সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

বিমান বিধ্বস্তে ছেলেকে অক্ষত পাওয়া গেলেও তিন দিনেও খোঁজ মেলেনি মায়ের

কসবায় রাস্তায় বেড়া দিয়ে চলাচলে বাধা; স্কুলে যেতে পারছে না শিশুরা

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা আরও বাড়ে: মির্জা ফখরুল

বিশেষজ্ঞদের মতে কয়েকটি স্থানে ফোন রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে

নির্বাচন ছাড়া দেশের সামনে আর কোনো পথ খোলা নেই: জাহেদ উর রহমান

ছয় বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

জবিতে গবেষণা বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জবিতে ‘রিসার্চ ডিজাইন, টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউতে ফুটবল খেলা ঘিরে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

‌অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটায় চলবে না: আমীর খসরু

জনগণকে আমরা গণনার বাইরে ফেলে দিয়েছি: হোসেন জিল্লুর

আশা করছি যুক্তরাষ্ট্রের শুল্ক কিছুটা কমে আসবে: অর্থ উপদেষ্টা

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাচঁটি ড্রেজার মেশিন জব্দ