ই-পেপার বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

একই রানওয়েতে সামরিক-বেসামরিক ফ্লাইট, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আমার বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৫, ১০:২৯
আপডেট  : ২৩ জুলাই ২০২৫, ১০:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মাত্র রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান। বিষয়টি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও, স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যবস্থাই চালু রয়েছে বহু বছর ধরে।

এদিকে, বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা আবাসিক এলাকা, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা জননিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর করার সিদ্ধান্ত বহু আগেই নেওয়া উচিত ছিল। অন্তত সামরিক ফ্লাইট কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে এখনই চিন্তা করা দরকার।

সোমবার (২১ জুলাই) উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

কালের পরিক্রমায় ঢাকার এই বিমানবন্দর এখন অভিজাত আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আশপাশে একের পর এক গজিয়ে উঠেছে উঁচু আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবতা মেনে নিয়েছে বটে, তবে নিরাপত্তার প্রশ্নে বিষয়টি অগ্রাহ্য করা যাচ্ছে না।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এমন ঘনবসতিপূর্ণ এলাকায় যদি কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়, তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।’

অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক এলাহী চৌধুরী বলেন, ‘এত ঘনবসতিপূর্ণ জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার পাশাপাশি সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর মূল বেইসও পরিচালিত হচ্ছে, যা এক অনিরাপদ পরিস্থিতি তৈরি করছে। ২০ বছর আগেই বিমানবন্দর আরিয়াল বিল এলাকায় স্থানান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপে তা বাস্তবায়ন হয়নি।’

বর্তমানে শাহজালালে একটি মাত্র রানওয়েতে উঠানামা করছে বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট। এরই পাশাপাশি উত্তর পাশ দিয়ে উড়ছে হেলিকপ্টার। সাবেক সেনা পাইলট কর্নেল মো. সোহেল রানা বলেন, ‘সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী সামরিক ও বেসামরিক বিমান একসঙ্গে একটি রানওয়ে ব্যবহার করতে পারে না। কিন্তু আমাদের দেশে জায়গা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে একই জায়গা থেকে উড্ডয়ন করতে হয়।’

তিনি আরও বলেন, ‘এটি স্থানান্তরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই তা সহজ নয়।’

বিশেষজ্ঞদের মতে, অন্য বিমানবন্দরগুলো—বিশেষত চট্টগ্রাম বিমানবন্দর, যা সমুদ্রের কাছাকাছি এবং অতটা ঘনবসতিপূর্ণ নয়—সামরিক ফ্লাইট পরিচালনার জন্য বিকল্প হতে পারে।

পাইলটরা জানান, শুধু নিরাপত্তা নয়, একই রানওয়ে ব্যবহারের কারণে ফ্লাইট শিডিউলও মারাত্মকভাবে ব্যাহত হয়। টেক-অফের জন্য ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় যাত্রীদের, যার ফলে বিমানেই ভোগান্তি বাড়ছে।

আমার বার্তা/জেএইচ

মাদক-সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয়

মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানিয়েছেন

বিমান বিধ্বস্তে নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা হচ্ছে না: আইএসপিআর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা হচ্ছে না

কৃষির ক্যানভাসে নতুন রং—দিশা দেখাচ্ছে এফএও ও গেটস ফাউন্ডেশন

ধান, পাট আর সবজির দেশ বাংলাদেশ। তবে সময় বদলেছে—এখন কৃষির চেহারা বদলাতে চায় সরকার। শুধু

বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক-সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয়

বিমান বিধ্বস্তে নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা হচ্ছে না: আইএসপিআর

এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: পরিচালক

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯ জন

শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

অফিসে সময় নয়, কর্ম হোক মুখ্য

একদিনে দুই পরীক্ষায় বেশি বিপাকে পড়বেন মানবিকের শিক্ষার্থীরা

ঢাবি অধ্যাপক আহসান হাবীব জাতিসংঘের বৈজ্ঞানিক প্যানেলে

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ জন

কৃষির ক্যানভাসে নতুন রং—দিশা দেখাচ্ছে এফএও ও গেটস ফাউন্ডেশন

এক বছরেও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: সারজিস

বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব: শফিকুল আলম

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

নাটোরের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশীয় প্রধানমন্ত্রীর শোক

দুনিয়ায় প্রদত্ত বিপদ-আপদ শাস্তি নাকি রহমত?

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে ‘তরুণ গ্যাং’ প্রধানসহ গ্রেপ্তার ৪

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযানে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন এক লাখ ৪৭ হাজার টাকা