ই-পেপার বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান: পেজেশকিয়ান

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৫:৩১

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে। এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানের মাধ্যমে আমরা চীন-পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।”

তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ইরান।

পরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছান। লাহোর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তিনজন একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।

ইরানের প্রেসিডেন্টের এই সফর উপলক্ষ্যে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান ও ইরানের পতাকায় সজ্জিত করা হয়। পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছে।

পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে এটি ড. পেজেশকিয়ানের প্রথম সরকারি সফর। সফরকালে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফর পাকিস্তান ও ইরানের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও দৃঢ় করবে।

আমার বার্তা/এল/এমই

শুল্ক বাড়ানোর হুমকিতে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ভারতের

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

গৃহবন্দি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় এবার গৃহবন্দি হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শর্তভঙ্গের অভিযোগ ওঠায় এই

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের

ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে হত্যা মামলার আসামী ছাত্রলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সবাইকে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে হবে: গোয়াইনঘাটের ইউএনও

‎গোপন সংবাদের ভিত্তিতে ৩২ হাজারেরও বেশি শলাকা অবৈধ সিগারেট জব্দ ‎

হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না, ধারণা আসিফ নজরুলের

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির বিজয় র‌্যালি

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯ জন

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: ফখরুল

দক্ষ ও প্রশিক্ষিত কৃষিবিদরাই দেশে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে

আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসনের কাজ চলমান

পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন শেখ হাসিনাকে

সংবিধানের তপশিলে থাকবে জুলাই ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র জনতা

দেশ অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে: মঞ্জু

মিরপুরে ট্রাফিক ক্লিয়ারেন্সে জালিয়াতি, ২ জনের কারাদণ্ড

গণগ্রন্থাগার অধিদপ্তরে ৬ বছর পর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি

বিজয় অক্ষুণ্ণ রাখতে দ্রুত নির্বাচনের দাবিতে যশোর বিএনপির মিছিল