ই-পেপার বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

আলিমা আফরোজ লিমা
০৮ মে ২০২৫, ১০:৫৫
আপডেট  : ০৮ মে ২০২৫, ১১:০২

আজ ৮ মে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৫। থ্যালাসেমিয়া রোগ এবং এর প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’।

থ্যালাসেমিয়া (ইংরেজি: Thalassemia) একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহণকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন।

থ্যালাসেমিয়ার কারণে ক্লান্তি, দুর্বলতা, ভঙ্গুর হাড়, ক্ষুধা কমে যাওয়া, ফ্যাকাশে বা হলুদ, ত্বক, জন্ডিস, পেট ফুলে যাওয়া, গাঢ় প্রস্রাব।

থ্যালাসেমিয়ার প্রধান চিকিৎসার বিকল্প হল আয়রন চিলেশন থেরাপি সহ নিয়মিত রক্ত ​​​​সঞ্চালন আয়রন চিলেশন থেরাপি অতিরিক্ত আয়রন অপসারণ করতে সাহায্য করে যা বারবার রক্ত ​​​​সঞ্চালনের ফলে তৈরি হয়।

বিটা-এইচসিজি পরীক্ষা রক্তে মানব কোরিওনিক গোনাডোট্রপিন (এইচসিজি) স্তর পরিমাপ করে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন—থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। বাংলাদেশে এই রোগের বাহকের সংখ্যা অনেক। স্বামী-স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার আশঙ্কা থাকে। তাই বিয়ের আগে নারী-পুরুষ উভয়ই এই রোগের বাহক কি না, তা জেনে নেওয়া জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আমি দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন, গণমাধ্যম, অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাই।

দেশে এমন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে ৬০ থেকে ৭০ হাজার। যাদের প্রতি মাসে অন্যের রক্তের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। বাংলাদেশে এই রোগের বাহক ১১ দশমিক ৪ শতাংশ, যা প্রায় ২ কোটি। আর শুধু এই বাহকের সঙ্গে বাহকের বিয়ের মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এভাবে প্রতি বছর দেশে জন্ম নিচ্ছে ৬ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এই বিপুল সংখ্যক বাহককে সচেতন করতে ব্যাপক রাষ্ট্রীয় প্রচারণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

রক্ত ক্যানসার বিশেষজ্ঞ, মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের রোগীর পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৮ সালে এই হাসপাতালে রোগী ছিল ২ হাজার ৭২৫ জন। ২০১৯ সালে ৩ হাজার ৯৮ জন, ২০২০ সালে ৩ হাজার ৪১৬ জন, ২০২১ সালে ৪ হাজার ৯৪১ জন, ২০২২ সালে ৬ হাজার ৫৫ জন, ২০২৩ সালে ছিল ৭ হাজার ২২ জন এবং ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৭ হাজার ৫১১ জন থ্যালাসেমিয়া রোগী। প্রতি বছর ৬ থেকে ৭ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য মতে, বাংলাদেশে ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। ২০১৪-১৫ সালে বাংলাদেশে ৭ থেকে ৮ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক ছিল। বিশ্ব থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বরাত দিয়ে তিনি জানান, দেশে ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। একজন রোগীর পেছনে মাসে চিকিৎসা ব্যয় হয় কমপক্ষে ১৩ হাজার টাকা।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমান বলেন, সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই বললেই চলে। এই রোগীদের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থেকেই থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মাধ্যমে রোগীদেরকে ব্যক্তিগতভাবে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিই ২০০২ সালে। তিনি বলেন, সচেতনতা ছাড়া কোনোভাবেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।

রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক বলে। আর দুটি জিনেই যদি ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। সব বাহকই রোগী হন না। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এই রোগের লক্ষণগুলো হলো—ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগসংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি।

আরও জানানো হয়, থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য। স্বামী-স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তখনই সন্তানের এ রোগ হতে পারে। কিন্তু স্বামী-স্ত্রী দুজনের একজন যদি বাহক হন এবং অন্যজন সুস্থ হন, তাহলে কখনো এ রোগ হবে না। তাই বিয়ের আগে হবু স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কি না, তা সবারই জেনে নেওয়া দরকার।

আমার বার্তা/এল/এমই

হরমোনের জন্য ভালো রাখে যে সাত খাবার

আমরা সবাই জানি যে হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা ব্যয় শুধু বাড়তেই থাকে: বশির উদ্দিন

বাংলাদেশে রেজিস্ট্রারভুক্ত থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় এক লাখ হলেও বাস্তবে এ সংখ্যা ৪ থেকে ৫

চিকিৎসা ব্যয় বহন করতে বছরে ৫০ লাখ মানুষ গরিব হচ্ছে: বিএমইউ ভিসি

সুস্থ থাকতে হলে চিকিৎসা করাতে বাধ্য। আর এই চিকিৎসা ব্যয় বহন করতে প্রতিবছর দেশের ৫০

ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

দেশে রোগমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে ড্রামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু

নাটোরে ১৫ মে তেকে আম ও লিচু পাড়া শুরু

মহানবী (সা.) এর কাছে উপহার পাঠিয়েছিলেন ভারতের যেই রাজা

কঠিন সময়টাই কাজে লাগানোর সবচেয়ে বড় সুযোগ

ড. ইউনূস বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চান: প্রেস সচিব

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

উপদেষ্টা পরিষদেই আছে আ.লীগের সুবিধাভোগীরা: রাশেদ খান

ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত

সরকার কেন কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না জানালেন মাহফুজ

আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী

সফল মানুষেরা সকালে যে কাজগুলো করেন

হরমোনের জন্য ভালো রাখে যে সাত খাবার

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি

সিলেট সীমান্তে বিএসএফকে বাঁশ নিয়ে ধাওয়া বাংলাদেশিদের

ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে করণীয়

বিদ্যুতে অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যা রয়ে গেছে

আ.লীগের কারা বিএনপিতে সদস্য হতে পারবেন, যা বললেন রিজভী

শেয়ার বাজারে ‘গুজব' ছড়ানো হচ্ছে বিএসইসির

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত