বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অবস্থান শেষে উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ক্লাস ও পরীক্ষা চালু রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচি পালন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শুচিতা শরমিনের বাসভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন। উপাচার্য জুলাই স্প্রিট ধারণের কথা বললেও আসলে তিনি ফ্যাসিবাদ কায়েম করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আন্দোলনে আমাদের সব শিক্ষার্থী একত্বতা প্রকাশ করেছেন। প্রশাসনিক ভবন বন্ধ করে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা চালু রাখা হয়েছে। উপাচার্য যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ করছেন না, তাকে শিক্ষার্থীরা মনে করছে প্রয়োজন নেই। আমরা তার অপসারণ ছাড়া আন্দোলন বন্ধ করবো না।
আমার বার্তা/এল/এমই