দুই বছর সময় দিলে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন।
রোববার (৩১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকে শরিয়াহ্ভিত্তিক ব্যাংক মার্জারের জন্য অনুষ্ঠিত শেষ বারের শুনানি অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করে।
শরিয়াহ্ভিত্তিক ৫ ব্যাংক মার্জারে শেষবারের মতো শুনানি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। টানা ৫ দিন ব্যাংকগুলোর বক্তব্য শেষে একীভূত করার পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দিন সকালে এক্সিম ব্যাংকের পর্ষদ হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংকে।
তবে মার্জারের বিপক্ষে অবস্থান নিয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান, দুই বছর সময় পেলে এক্সিম ঘুরে দাঁড়াবে। এরই মধ্যে কুঋণ ও খেলাপি ঋণ কমাতে কাজ শুরু করা হয়েছে।
ফলে অর্থবিভাগেও নিজেদের যুক্তি তুলে ধরেছে ব্যাংকটি। তবে গভর্নর অসুস্থ থাকায় আবারও বৈঠকের সময় নেবার কথা জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান।
আগামী চারদিনে শুনানির প্রক্রিয়ায় রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। শুনানিতে ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা জানাতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
আমার বার্তা/এল/এমই