মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২ হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ষোলআনি সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত ড্রেজার এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে উপকূলবাসীর বসত ভিটা এবং ফসলি জমে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/এল/এমই