মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তপথ দিয়ে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গা নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে ১৬ জনকে আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।
প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে বিজিবি। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলেন।
বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “বিএসএফের পুশইনকৃত ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আমার বার্তা/জেএইচ