মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নতুন পুলিশ ক্যাম্পকে অভিনন্দন এবং মেঘনা নদীতে একাধিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী নয়ন-পিয়াসের সমর্থিত নারী চক্র শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দেওয়ান বাড়ি প্রাঙ্গণে “গুয়াগাছিয়া সর্বস্তরের জনগণ” আয়োজন করে মানববন্ধন ও অভিনন্দন কর্মসূচি। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন। তারা মেঘনা নদীতে সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার, নিহত হৃদয়, শুটার মান্নান ও বাবলা ডাকাত হত্যার ন্যায়বিচার এবং গুয়াগাছিয়া ইউনিয়নে নবঘটিত পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য অভিনন্দন জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। মতলব থানার বেলতলী এলাকা থেকে কয়েকটি ট্রলারযোগে শতাধিক নারী এসে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন-পিয়াসের মা, বোনসহ স্বজনদের নেতৃত্বে এই হামলা পরিচালিত হয়। আধাঘণ্টার বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি চলে। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “জনগণের মানববন্ধন ও অভিনন্দন কর্মসূচি শেষ হওয়ার পর নদীপথে নয়ন-পিয়াসের স্বজনদের নেতৃত্বে হামলা হয়। পুলিশের উপস্থিতি ও তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
এদিকে হামলার খবর পেয়ে সেনাবাহিনী টিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নৌ-পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আমার বার্তা/এমই