যশোর সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে মধ্যরাতে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগষ্ট ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। হত্যার শিকার রেজাউল ইসলাম (৫০) দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি।পতিত স্বৈরশাসক আমলে তিনি এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তার চাঁদাবাজি ও দখলদারিত্বে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলেন। এই জাতীয় ঘটনার জের হিসাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে গ্রামবাসী ধারণা করেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে।
আমার বার্তা/জেএইচ