চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে মিছিল করেছে নারায়ণগঞ্জের হোসিয়ারী ব্যবসায়ীরা।
শনিবার (২৪ মে) দুপুরে হোসিয়ারি পল্লী হিসেবে পরিচিত শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান সিনেমা হল এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।
লাঠি-বাঁশি মিছিলে হোসিয়ারি ব্যবসায়ী ও সমিতির নেতারা অংশ নেন। হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা লাঠি ও বাঁশি নিয়ে মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে চাঁদা দাবি করে এ জন্য আমাদের এই প্রতিবাদ।
তিনি আরও অভিযোগ করেন, সপ্তাহের শেষ দিনে বিল পেয়ে বাড়ি ফেরার পথে প্রায়ই হোসিয়ারি শ্রমিকরা ছিনতাইকারীর কবলে পড়ে। আমরা আইনকে শ্রদ্ধা করি। আইন মেনে আমরা লাঠি মিছিল করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলাম। কিন্তু আমরা আইন হাতে তুলে নেবো না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে রক্ষা নাই।
দুপুরে জাপার লাঠি মিছিল, প্রতিবাদে সন্ধ্যায় সড়কে শিক্ষার্থীরাদুপুরে জাপার লাঠি মিছিল, প্রতিবাদে সন্ধ্যায় সড়কে শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তারা লাঠিমিছিল করলেও তাদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারো বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।
আমার বার্তা/এল/এমই