আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, নির্বাচন যত বিলম্বে হবে, স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে। তাই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংস্কার চলমান থাকবে। আমরা ক্ষমতায় গেলেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে বিএনপি শুরু থেকে একটি জাতীয় নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে ও সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনসহ বেশ কিছু দাবি জানানো হয়েছে।
এদিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে যমুনায় প্রবেশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয় তাদের। বিএনপির প্রতিনিধি দিলে আরও উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমার বার্তা/এমই