রাজধানী কমলাপুর রেলস্টেশন রোডে ফুটপাতে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তানভীর আহমেদ জানান, ভোরে আমি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলাম। ওই সময় স্টেশন রোডের পাশে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমিসহ কয়েকজন পথচারী দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা নিহত ব্যক্তির পরিচয় এখনো জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই