ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় বাড়ল আরও ২ দিন

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) এবং আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।

দুপুরে সিনেটে রাকসু নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা সোমবার এবং মঙ্গলবার আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময় মনোনয়নপত্র জমা চলমান থাকবে। তবে নবীন শিক্ষার্থীদের ভোটার করা হবে কি না মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে বলে জানান তিনি।

এ দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিক্ষোভ করছে ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতেসহ উপচার্যবিরোধী শ্লোগান দেন।

ছাত্রদল নেতাদের দাবি, রোববার (৩১ আগস্ট) রাকসু কোষাধক্ষ্যের কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্রদলের শান্তিপূর্ণ আন্দোলনে শিবির ও সাবেক সমন্বয়করা হামলা করেন। এ সময় নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটে; যা ন্যাক্কারজনক।

ছাত্র নেতারা, ২০২৪-২৫ শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ দিকে, ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

প্রার্থীদের ভাষ্য, গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রতিবেদন পাননি। সে কারণে তারা শুরুর দিনে মনোনয়নপত্র জমা দিতে পারছেন না।

আরও পড়ুন: রাকসু নির্বাচন: ভোটার তালিকা নিয়ে দিনভর উত্তেজনা রাবিতে

নির্বাচন কমিশন জানিয়েছে, অধিক সংখ্যক প্রার্থীর ডোপ টেস্ট করতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। আজ সোমবার বিকেলের মধ্যে ডোপ টেস্টের ফলাফল পাওয়া শুরু হবে। মঙ্গলবার থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমাদান শুরু হবে বলে জানান তারা।

এর আগে ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৩১৮ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এরমধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন লড়ছেন।

এই নির্বাচনে ১০টি প্যানেলে ১৬৩ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। প্যানেলগুলো হলো: গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪।

রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন।

আমার বার্তা/এল/এমই

রাবিতে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে: উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা

ডাকসুতে আমার জেতা লাগবে না, বেঁচে থাকতে চাই: আব্দুল কাদের

আসন্ন ডাকসু নির্বাচনে জয় নয়, কেবল বেঁচে থাকতে চান বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় কোনো

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদ এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

সব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

সচিবহীন শ্রম মন্ত্রণালয়, দপ্তরগুলোর কার্যক্রম স্থবির

হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর, বাড়বে না সময়: ধর্ম মন্ত্রণালয়

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের তথ্য জানানো হতো না আইজিপিকে

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন

জনমতের পাল্টা হাওয়া, পতনের মুখে মোদির জনপ্রিয়তা: সমীক্ষা

গাজা পরিচালনায় বিশেষজ্ঞদের নেতৃত্বে স্বাধীন প্রশাসন গঠনে রাজি হামাস

নতুন টেলিকম নীতির অনুমোদন দিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জনসমুদ্র

জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক

কুড়িয়ে পাওয়া সুযোগ থেকে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন

নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান

রাবিতে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে: উপাচার্য

স্টার্টআপ অর্থায়নে নতুন কোম্পানি, শঙ্কা উদ্যোক্তাদের

শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনো প্রশাসনে সক্রিয় : রিজভী

শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি কৌশল এবং টুলস জানতে হবে