শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব না থাকায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলো কার্যত অচল অবস্থার মুখে পড়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে গত ২৮ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি এখনও দায়িত্ব গ্রহণ করেননি। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, তিনি কয়েকবার যোগদানের চেষ্টা করেছেন, কিন্তু মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ পাননি।
এ অবস্থায় রাজধানীর শ্রম ভবনের নিচে প্রতিদিনই বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করছেন। এর ফলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত এক সপ্তাহে শ্রম ভবনের বিভিন্ন ফ্লোর পরিদর্শন করে দেখা গেছে, এসব দপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত ছিলেন না। গুরুত্বপূর্ণ নথিপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেস্কে পড়ে আছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ঢাকার বিজয়নগরে বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রম ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশীরা মনে করছেন, শ্রমিকদের আন্দোলন ও প্রশাসনিক উদাসীনতার কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত সচিব যোগদান এবং দপ্তরগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে হবে।
প্রজ্ঞাপন জারির এক সপ্তাহ পরও শ্রম মন্ত্রণালয়ে যোগদান না করার বিষয়ে জানতে চাইলে সচিব মো. আব্দুর রহমান তরফদার বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বলেন, “উপদেষ্টা মহোদয় দুই-একদিন অপেক্ষা করতে বলেছেন। আগামী রোববার দেখা করবো, তারপর বিস্তারিত বলতে পারবো।”
আমার বার্তা/এমই