ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দাবদাহে হিট স্ট্রোক রোধে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৪

দাবদাহে জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে, বিশেষ করে গ্রামীণ ও স্বল্পসচ্ছল জনগোষ্ঠীর মধ্যে। এ পরিস্থিতিতে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জনস্বাস্থ্য বিভাগ।

গত মঙ্গলবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর উপজেলার মালিপাড়া গ্রামে আয়োজিত এক সচেতনতামূলক র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র গরমে হিট স্ট্রোক ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরেন তাঁরা।

“অতিরিক্ত গরমে সতর্ক থাকুন, সঠিক জীবনযাত্রা মেনে চলুন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ র‌্যালিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন এবং গ্রামবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাঁরা হিট স্ট্রোকের লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

জনস্বাস্থ্য বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতা জরুরি। বিশেষ করে যাঁরা বাইরে কাজ করেন, বয়স্ক বা অসুস্থ মানুষ, তাঁদের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। এ ছাড়া সচেতন থাকতে হবে শিশুদের ক্ষেত্রেও।

তাঁরা বলেন, হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করা উচিত:

পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা, রোদের সময় ঘরের বাইরে যাওয়া এড়ানো, হালকা, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা, শিশু-বয়স্ক ও অসুস্থদের পর্যাপ্ত বিশ্রাম ও সুরক্ষা নিশ্চিত করা।

এছাড়া হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণ যেমন—মাথা ঘোরা, ত্বকে শুষ্কতা, অতিরিক্ত ঘাম বা ক্লান্তিভাব দেখা দিলে দ্রুত বিশ্রাম নেওয়া ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সরদার মাহমুদ হোসেন বলেন, “এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি শুধু একটি দিনের উদ্যোগ নয়, বরং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি ধারাবাহিক প্রচেষ্টা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্লাসরুমেই নয়, মাঠে গিয়েও সমাজে ইতিবাচক প্রভাব ফেলুক।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য-সচেতনতা কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

আমার বার্তা/জেএইচ

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ম্যাথ ক্লাবের কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি  সিফাত ফয়সাল ও

চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে জবি শিক্ষার্থীদের তালা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ ও আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে

বরিশাল বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে নানা সমস্যার সমাধানে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  বুধবার (৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন

নিরাপত্তা শঙ্কায় আইপিএল ছেড়ে দেশে ফিরতে চান অজি ক্রিকেটাররা

প্রাইমএশিয়ার পারভেজ হত্যা, শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

দুই ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ৩ ইংলিশ ক্লাব

পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান

ব্যবসায়ীর বাসায় গুলি করা সন্দেহে সেই যুবদল নেতা গ্রেপ্তার

যেসব কারণে বিয়ের প্রতি আগ্রহ কমছে পুরুষদের

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সামান্য বেড়ে সাড়ে ৭ শতাংশের উপরে

চামড়া শিল্প উদ্ধারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

পাকিস্তান থেকে সরিয়ে আমিরাতে নেওয়া হলো পিএসএল

ভারতকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আ.লীগ নিষিদ্ধে ভরসা করার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ

দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন: শফিকুল ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

ভারত-পাকিস্তান সংঘাত আমাদের কোনও বিষয় নয়: জেডি ভ্যান্স

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট