অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরীও শুরু করেছেন অভিনয়। ইতোমধ্যে তার অভিনীত সন্ধিক্ষণ, ক্ষতিপূরণ এবং অনুতপ্ত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। এসব নাটকে মালাইকার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ, জোভান, ইয়াশ রোহান এবং পার্থ শেখ।
নাটক তিনটিতে নতুন অভিনেত্রী হিসেবে মালাইকা দর্শকদের নজর কেড়েছেন। মালাইকা জানান, দর্শকদের ভালবাসা পাচ্ছেন, এই ভালোবাসা দিয়ে আগামীতে কাজ করে যেতে চান। তিনি বলেন, দর্শকরা বলছেন নতুন হিসেবে আমি ভালো কাজ করার চেষ্টা করছি। আমি নিজেও যাতে দিনের পর দিন আরও ভালো কিভাবে করা যায়, সেই চেষ্টায় আছি। দর্শকের এতো ভালোবাসা পাবো আগে ভাবিনি। আমি সত্যি খুব ব্লেসড।
গেল বছরই মালাইকার নাটকে অভিষেক হয়। ছোটপর্দায় অভিষেকের পর থেকে মালাইকার সঙ্গে তার বড় বোন মেহজাবীনের চেহারার অববয়ে অনেকটাই মিল পাচ্ছেন দর্শক। কেউ কেউ বলছেন, চেহারা থেকে কণ্ঠ দুটোতেই মালাইকা যেন হুবহু আরেক মেহজাবীন। কেউ আবার মেহজাবীনের সঙ্গে একই স্ক্রিনে মালাইকাকে দেখতে চাচ্ছেন।
এ প্রসঙ্গে মালাইকা বলেন, দর্শকরা চাচ্ছেন বলে অভিনয় করতে পারছি। এখন দর্শক চাইলে আমি আর মেহজাবীন আপু একসঙ্গে কাজ করবো। সে আমাকে সবসময় অভিনয় নিয়ে মোটিভেশন দিয়ে যাচ্ছে। কিভাবে আরও ভালো করা যায় সেই পরামর্শ তার থেকে আমি পাই।
এদিকে, রবিবার সিনেমাওয়ালার ইউটিউবে মালাইকা অভিনীত অনুতপ্ত নাটকটি প্রচার হয়েছে। এই নাটকে তার সহশিল্পী পার্থ শেখ। এটি পরিচালনা করেছেন ‘দেনা পাওনা’ সিরিয়ালের পরিচালক কে এম সোহাগ রানা। সম্পর্কের আড়ালে জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর একটুখানি অনুতাপ-এই অনুভবগুলো ঘিরেই সাজানো হয়েছে নাটকের কাহিনি। বর্তমানে সিনেমাওয়ালার ইউটিউবে নাটকটি পাওয়া যাচ্ছে।
আমার বার্তা/এল/এমই