বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক ফ্যাশন রিটেইলার প্রাইমার্কের প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুহস্পতিবার (৩১ জুলাই), বিজিএমইএ ভবনে, ঢাকার উত্তরায়।
বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের সার্বিক অবস্থা, টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, শ্রমিক কল্যাণ ও উভয় পক্ষের সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রাইমার্ককে বাংলাদেশ থেকে বৈচিত্র্যময় ও মূল্য-সংযোজিত পোশাক আরও বেশি সোর্সিং করার আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী ও উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশি কারখানার সঙ্গে অংশীদারিত্ব জোরদারের অনুরোধ জানান।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা শুল্ক নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, এ বিষয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক সমাধান আসবে।
প্রাইমার্ক প্রতিনিধি দল পরিবেশবান্ধব উৎপাদন, কার্বন নিঃসরণ হ্রাস, ডিকার্বনাইজেশন ও জলবায়ু কার্যক্রমে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষ কারখানাগুলোতে পানি, বিদ্যুৎসহ অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহারে জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।
বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পে একটি সমন্বিত আচরণ বিধি প্রণয়নে প্রাইমার্কের সহযোগিতা কামনা করেন, যা কারখানায় নিরীক্ষা প্রক্রিয়া সহজ করবে এবং শিল্পকে আরও টেকসই ও দায়িত্বশীল করবে।
এছাড়া কর্মসংস্থান ইনজুরি প্রকল্প (Employment Injury Scheme) বাস্তবায়নের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।
বিজিএমইএ সভাপতি বলেন, “প্রাইমার্কের সঙ্গে এই আলোচনা আমাদের পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং উদ্ভাবনী উৎপাদনে সহায়ক হবে।”
প্রাইমার্ক প্রতিনিধি দলও বাংলাদেশের পোশাক শিল্পে তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
আমার বার্তা/এমই