ই-পেপার বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

আমার বার্তা অনলাইন
২০ আগস্ট ২০২৫, ১০:৩০

প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি বয়সভিত্তিক (অনূর্ধ্ব-২০) এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায়ও লাল-সবুজের মেয়েরা এবারই প্রথম উত্তীর্ণ হয়েছে। বাছাইয়ে শতভাগ জয়ের পর আফিদা খন্দকার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় দল ফিফার র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ২৪ ধাপ। বর্তমানে তাদের অবস্থান ১০৪। যা বাংলাদেশের ফুটবলে ইতিহাসগড়া উন্নতি।

বাংলাদেশ ফুটবলের ঐতিহাসিক এই সাফল্য ও অর্জনের প্রশংসা করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার অবশ্য এই সাফল্যে দেশের সব মেয়েকে অংশীদার করতে চান। তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এই সাফল্য শুধু আমাদের নয়। বাংলাদেশের প্রতিটি মেয়ের, যারা স্বপ্ন দেখতে সাহস করে। এটি প্রমাণ করে বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের মাধ্যমে কী অর্জন করা যায়। তবে আমরা এখানেই থামব না। আগামী কয়েক মাসের প্রস্তুতি কঠিন হবে, আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

আফিদার বাবাও ছিলেন ফুটবলার, খেলেছেন সাতক্ষীরা জেলা পর্যায়ে। কিন্তু পরিবারের হাল ধরতে তাকে ফুটবল ছেড়ে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি দিতে হয়েছিল। পরে দেশে ফিরে তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন, পাশাপাশি স্থানীয় শিশুদের জন্য গড়ে তোলেন একটি অপেশাদার ফুটবল একাডেমি। যেখানে প্রথম শিক্ষার্থী ছিলেন তার দুই মেয়ে– আফিদা খন্দকার ও তার বড় বোন আফরা। যদিও আফরা বিকেএসপি হয়ে পেশাদার বক্সিংয়ে ক্যারিয়ার গড়েছেন।

বাবার কাছ থেকে ফুটবলের হাতেখড়ি পাওয়া আফিদা স্মৃতিচারণ করে বলেন, ‘আমার ফুটবলের প্রতি ভালোবাসা বাবার কাছ থেকেই পেয়েছি। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মেয়েরাও ছেলেদের মতো ভালো ফুটবল খেলতে পারে, বরং আরও ভালো। যে কারণে আমাদের তিনি অনেক পরিশ্রম করিয়েছেন। বাড়িতে তিনি আমাদের বাবা, আর খেলার মাঠে তিনি কড়া কোচ এবং কখনোই ছুটি দিতেন না।’ সেই পরিশ্রমের সুফল পেয়েছেন আফিদা ও আফরা। মাত্র ১১ বছর বয়সেই আফিদা বাফুফের ট্রেনিং ক্যাম্পে ডাক পান।

পরিবারের এমন সমর্থন যেকোনো নারীর জন্য প্রেরণার বলে মনে করেন আফিদা, ‘আমরা আসলেই অনেক সৌভাগ্যবান যে বাবা-মায়ের সমর্থন পেয়েছি এবং আমাদের সাফল্য দ্বিধাহীনভাবে অন্য মেয়েদের উৎসাহিত করবে। আমরা অনেক পরিশ্রম করেছি সত্যি, তবে পরিপূর্ণ সমর্থন না পেলে এতটুকু আসা সম্ভব হতো না।’ এভাবে ফুটবলবিশ্বকে বাংলাদেশ তাদের সত্যিকারের সামর্থ্য দেখাতে পারবে বলেও বিশ্বাস ১৮ বছর বয়সী এই অধিনায়কের, ‘আমি চাই সাম্প্রতিক সময়ে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স সঠিক স্বীকৃতি পাক। তবে এটা কেবল শুরু। বাংলাদেশ আরও কী করতে পারে, তা আমরা বিশ্বকে দেখাতে চাই।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্ট তো বটেই, আরও বড় স্বপ্নের বসবাস ১৮ বছর বয়সী আফিদার চোখে, ‘পরিবারের সঙ্গে টিভিতে ২০২২ বিশ্বকাপ দেখার সময় ইচ্ছা জেগেছিল– “যদি আমি সেখানে থাকতে পারতাম।” তখন অসম্ভব মনে হয়েছিল। কিন্তু বিশাল সেই স্টেডিয়ামে (চলতি বছরের শুরুতে রাষ্ট্রীয় সফরে) আমার নীরবে দাঁড়ানোর সুযোগ হয়েছে। অবাক হয়ে ভাবছিলাম- আমার আরও কোনো স্বপ্ন হয়তো এভাবে নাগালের দ্বারপ্রান্তে আছে!’

আমার বার্তা/জেএইচ

বিপিএলে ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি নতুন আসর আসন্ন। তবুও গত আসর এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিকে হারালেন সোহান-হাসান মাহমুদরা

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তাই পরের পর্বের

বিসিবির দায়িত্ব নিয়েই দুর্নীতি দূর করার হুঙ্কার মার্শালের

বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে জলঘোলা কম হয়নি। যা নিয়ে এখনও তদন্ত চলছে। এসব

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছিল। সেই জল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ৫২ পাসপোর্ট ও মানবপাচারকারী দালাল গ্রেপ্তার

প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে উঠে গেল মিক্সার গাড়ি, চালক নিহত

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে

কোন দলকে বেশি সুযোগ দেয়ার অপশন নেই: চিফ রিটার্নিং অফিসার

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

স্বাস্থ্যবান্ধব নীতি ও কৌশল হতে পারে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বড় হাতিয়ার

আখেরি চাহার সোম্বা, সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিকুল নতুন মামলায় গ্রেপ্তার

আজ ডাকসু ও হল সংসদের প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

জুলাই মাসে ৪২৭ সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ এর প্রধান

চ্যালেঞ্জিং হলেও সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

নেতানিয়াহু ‘যুদ্ধের নায়ক’, মনে হয় আমিও তাই: ডোনাল্ড ট্রাম্প

মুয়াজ্জিনের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাপের মুখে বিয়ে

২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৬০ কোটি

ফিনল্যান্ডে পার্লামেন্টের মধ্যে তরুণ এমপির আত্মহত্যা

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

অনলাইনে ফি-চার্জ পরিশোধে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

ইভ্যালির গ্রাহকদের প্রায় নগদ ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ও বাংলাদেশের প্রাপ্তি