পাল্লেকেলের ব্যাটিংবান্ধব উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন স্কোরে লড়াইটা কঠিন হবে, তা তখনই আঁচ করা যাচ্ছিল। তবে লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস শুরুতেই যেন সব দুশ্চিন্তা উড়িয়ে দিলেন।
মাত্র ছয় ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেললেন ৮৩ রান। পাওয়ারপ্লেতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। সহজেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটা যেন টি-টোয়েন্টির নিষ্ঠুর বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল টাইগারদের। পারভেজ হোসেন ইমন ঝড়ো ব্যাটিং করেন, আরেক প্রান্তে ধীরে খেলেন তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। তানজিদ ১৭ বলে ১৬ রান করে আউট হন। এরপর লিটন দাস মাত্র ৬ রান করে ফেরেন। ইমন করেন ২২ বলে ৩৮ রান।
মাঝের দিকে নাঈম শেখ (২৯ বলে ৩২*) এক প্রান্ত ধরে খেলেন। তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ বলে ২৯ রানের ইনিংস ও শামীম হোসেন পাটোয়ারীর ৫ বলে ১৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।
শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২টি উইকেট নেন। এছাড়া শানাকা, ভ্যান্ডারসে ও থুসারা নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে তুলে ফেলেন ৭৮ রান। নিসাঙ্কা ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তোলে ৮৩ রান।
মেন্ডিস ৫১ বলে ৭৩ রান করেন, তাকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করেন এবং আভিষকা ফার্নান্দো ৯ বলে ৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক আসালাঙ্কা ৫ বলে ৮ রান করে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানরা।
আমার বার্তা/জেএইচ