ই-পেপার শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতের আগমনী বার্তা দিচ্ছেন সান্তাহারের লেপ তোশকের কারিগররা 

রাকিবুল হাসান , আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২২, ১৮:০১
আপডেট  : ৩০ অক্টোবর ২০২২, ১৮:০৭
কাজের মধ্য দিয়ে সময় পার করছেন লেপ-তোষক কারিগররা। ছবি: আমার বার্তা।

ভোরের স্নিগ্ধ শিশিরবিন্দু আর ঠান্ডা হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের শিশির এবং সন্ধ্যার কুয়াশার চাদরে ঢাকা পড়ছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত গ্রামেও। ফলে শীতের ঠান্ডাকে মোকাবিলার জন্য সান্তাহার শহর ও আশপাশের গ্রামে আগাম প্রস্তুতি নিচ্ছে মানুষজন । এতে ভিড় বাড়তে শুরু করেছে লেপ-তোশকের দোকানে। যে কারণে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশকের কারিগরদের।

শীতের আগমনী বার্তার সঙ্গে আদমদিঘী উপজেলায় বিভিন্ন লেপ-তোশক তৈরীর কারিগরদের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। সান্তাহার শহরের লেপ-তোশক তৈরির দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা। বছরের অন্যান্য সময় বেচাকেনা কম হলেও শীতের আগমন থেকে শুরু হয় তাদের ব্যবসায়ীক মৌসুম। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কিছুটা কম হওয়ায় চাহিদা বেশি।

রবিবার দুপুরে সরজমিনে সান্তাহার শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় শীতকে সামনে রেখে চলছে এমন প্রস্তুতি। তবে শহর ঘুরে দেখা যায় পোশাক মার্কেটে শীতের গরম কাপড় কেনার কোন ক্রেতা। পোষাক দোকানীরা বলছে, শীতের গরম কাপড় বেচা-কেনা শুরু হয় একটু দেড়িতে। শীতের গরম কাপড়ের তেমন চাহিদা না থাকলেও তুলা বাজারে শুরু হয়েছে তুলার বেচা-কেনা আর লেপ তৈরির ধুম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী হরেক রকমের তুলা দিয়ে তৈরি করছেন ছোট-বড় বিভিন্ন সাইজের লেপ।

লেপ তৈরির কারিগররা বলছেন শীতের তীব্রতা শুরু হলে লেপ তৈরির ব্যস্ততা আরো বেড়ে যাবে। প্রতি বছরের এ সময়টায় আমাদের নাওয়া-খাওয়ার সময় থাকে না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়।

জানতে চাইলে সান্তাহার রেলওয়ে টিকেট কাউন্টার এর দোগাছী বেডিং স্টোর লেপ তৈরির জামান ইসলাম জানান, বড় আকারের লেপ তৈরির মজুরী ৩৫০টাকা আর মাঝারি আকারের লেপ তৈরির মজুরী ২০০টাকা। তুলা, কাপড়, কভার এবং মজুরীসহ একটি বড় লেপ তৈরিতে মোট খরচ পড়ে ২ হাজার ৫০০টাকা। আর মাঝারী আকারের লেপে মোট খরচ পড়ে ১ হাজার ৫০০টাকা। এখন তারা সারাদিনে ৭-৮টি লেপ তৈরি করেন।

তিনি আরো বলেন, ভালো মানের তুলা ২৫০টাকা প্রতি কেজি। আর গার্মেন্টেস এর বিভিন্ন রকমের তুলা ৫০-১০০টাকা প্রতি কেজি। ১টি বড় লেপ তৈরি করতে ৪ কেজি তুলার প্রয়োজন হয়। আর মাঝারী আকারের লেপে আড়াই কেজি তুলা লাগে। বড় আকারের লেপে ১০ গজ লাল কাপড়ের প্রয়োজন হয়। আর বেশিরভাগ লেপ লাল কাপড় দিয়ে তৈরি করা হয়।

লেপ তৈরি করতে আসা শহরের হাটখোলা এলাকার মোহাম্মদ আলী বলেন, বাড়িতে যে লেপ আছে তা দিয়ে আগের লোকসংখ্যার চাহিদা পূরণ হয়েছে। শীত শুরুর আগে-ভাগেই পছন্দমত লেপ তৈরি করে নিচ্ছি।

তুলা ব্যাবসায়ি মজিদ বলেন, এখন শীতের কাজ পুরোদমে শুরু হয়নি। শীতের প্রভাব এখনো তেমন পড়েনি। তবে শীতের পূর্ব প্রস্তুতির জন্য লোকজন আগাম লেপ তৈরি করছেন। আরো কয়েকদিন পর কাজ-কাম বেশি হবে। আমার দোকানে কারপাল, উল, কাপাস, শিমুল ও গার্মেন্টেস এর কালার জাতের তুলা রয়েছে।

ব্যবসায়ীরা আরো জানান, শীতের শুরু থেকে অন্তত ৪টি মাস লেপ-তোশক বেশি বিক্রি হয়ে থাকে। এ সময় সবচেয়ে বেশি লেপ বিক্রি হয়ে থাকে। যে কারণে চাহিদার কথা মাথায় রেখে লেপ সেলাই কর্মীদের সংখ্যাও বাড়াতে হয়।

এবি/এপি

কিশোর গ্যাংয়ের নেপথ্যে নষ্ট রাজনীতি

কিশোর গ্যাংয়ে এখন শুধু কিশোররাই নয়, জাড়িয়ে পড়ছে কিশোরীরাও। এ এক ক্ষমতার নেশা, পাড়া-মহল্লায় দাপিয়ে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সফল প্রতিমন্ত্রী নসরুল হামিদ

২০১৪ সাল থেকে টানা দুই মেয়াদ (১০ বছর) অত্যন্ত সফলতার সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ

১০০ দিনে ৫০০ অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার ঘোষণা মন্ত্রীর

নির্বাচনী অঙ্গীকার বাস্তাবায়নের পাশাপাশি দেশের ‘পরিবেশ রক্ষা’র বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিলো নতুন সরকারে। পরিবেশ দূষণ

অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব

অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেও মাঠ পর্যায়ে কোনো সুফল মেলেনি। উল্টো বেশি ভাড়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয়: ফখরুল

চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না

বিদেশে মা–বাবার সঙ্গে কাটানো কিছু স্মৃতি

বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফের

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধস, নিহত ১৫৫

সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের 'দ্বিমুখী নীতির' মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করলো পাকিস্তান

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

বিসিএসের প্রিলিতে বসেছেন সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী

২৬ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করলেন মির্জা আব্বাস

দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম তাপপ্রবাহ বইছে

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ

চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন