ই-পেপার মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৫, ১৭:৩০
আপডেট  : ২১ জুলাই ২০২৫, ১৭:৩৫

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সনে হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

আজ সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সনের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এবছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এসময়ের মধ্যেই হজযাত্রীদেরকে প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমানভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই হজ সিস্টেম ( www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস হতে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবে। তবে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এ সভায় সৌদি সরকার ঘোষিত ২০২৬ সনের হজ কার্যক্রমের রোডম্যাপসহ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা উপস্থাপন করা হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী হজ মৌসুমে মক্কা ও মদিনায় বাড়িভাড়ার পূর্বে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা এবং হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্লাটফর্মে পরিশোধের নির্দেশনা দিয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া মেডিকেল ফিটনেস ব্যতীত হজে গমন না করার জন্যও তাদের পক্ষ হতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোডম্যাপের নির্ধারিত সময়সূচির মধ্যে কোন কাজ সম্পন্ন না হলে হজপালন অনিশ্চিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি এ মন্ত্রণালয়।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে এসভায় হাবের পক্ষ হতে একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সংগঠনের পক্ষ হতে বাড়ীভাড়া চুক্তি স্বাক্ষরের আগেই হজ ফ্লাইট সিডিউল অনুমোদন, কোরবানি ও ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক না করা, হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি, হজ প্যাকেজ ৩৫-৪০ দিনে কমিয়ে আনাসহ বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। সংগঠনটির পক্ষে সভাপতি ও মহাসচিব প্রস্তাবনাসমূহ তুলে ধরেন।

এ সভায় অন্যান্যের মধ্যে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ড. মোঃ আয়াতুল ইসলাম, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আহমাদুল্লাহ ও আজহারীর শোক প্রকাশ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়

গীবত: নীরব ঘাতক সমাজের অন্তরে

আজকের সমাজে নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রকাশ হচ্ছে গীবত বা পরচর্চা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে

হজ মৌসুমে মসজিদুল হারামের রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ১৯ লাখ মুসল্লি

চলতি বছরের হজ মৌসুমে মসজিদুল হারামের রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন ১৯ লাখ মুসল্লি। এই

নিরাপত্তা অবহেলায় নয় ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় সম্প্রতি ওমরাহ পরিচালনাকারী নয়টি কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের টানেলে ঢুকে গেছি, জনগণের দুয়ারে যান: আমীর খসরু

সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা আখের গোছাতে চায়: তারেক রহমান

উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে ভারতের প্রধানমন্ত্রীর শোক

বিমানটি জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট: আইএসপিআর

শনাক্ত মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর, বাকিদের ডিএনএ পরীক্ষার পর

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, আহত ১৭১

উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

হাজী লিয়াকতের পক্ষে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে,গ্রেফতার চান্দলা ইউপি চেয়ারম্যান

ব্রাহ্মণপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে,গ্রেফতার চান্দলা ইউপি চেয়ারম্যান

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

বেনাপোলে বন্দরে রেলপথে আমদানি কমেছে

ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয় বিমানটি

২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আহমাদুল্লাহ ও আজহারীর শোক প্রকাশ

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

বিমান বিধ্বস্তে আহতদের বহনে রাখা হয়েছে মেট্রোরেলে রিজার্ভ বগি

উত্তরায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট নিহত

গীবত: নীরব ঘাতক সমাজের অন্তরে