গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়।
দাবিগুলো হলো— গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
সমাবেশে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
আমার বার্তা/জেএইচ