বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে একটি মানসিক পরিবর্তন এসেছে। এখন আমাদের প্রত্যাশা ও দায়িত্ব বাড়ছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবো”
বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত চেম্বার কমার্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব বলেন তিনি৷
আমীর খসরু বলেন, “রংপুরের হস্ত ও তাতশিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কামারের পণ্য রপ্তানিযোগ্য হলেও তা রপ্তানি হচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের লক্ষ্য রংপুরে কল- কারখানা সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং স্থানীয় উদ্যোক্তা তৈরি করা।”
তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনায় রয়েছে উদ্যোক্তাদের আর্থিক সুবিধা ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা। বিদেশে সোনার অলংকার রপ্তানি এবং ডায়মন্ড কাটিং সেক্টরেও কাজ করার পরিকল্পনা আছে। বিএনপি একটি ব্যবসাবান্ধব দল। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি জনগণের নির্বাচিত সরকার। না হলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না।”
সভায় বক্তারা বলেন, “ঢাকা কেন্দ্রিক উন্নয়নের ফলে রংপুরের মানুষ বাধ্য হচ্ছে গাজীপুর বা রাজধানীমুখী হতে। অথচ এই অঞ্চলেই রয়েছে বিশাল সম্ভাবনা। রংপুরের অর্থনীতি চাঙা করতে হলে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর আয়োজনে এমদাদুল হোসেন ভরসার সভাপতিত্বতে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জিয়া উদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
সভা শেষে রংপুর চেম্বারের পক্ষ থেকে বক্তারা রংপুরের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ঐক্য, জবাবদিহিতামূলক সরকার এবং স্থানীয় উদ্যোগগুলোর প্রতি মনোযোগ বৃদ্ধির আহ্বান জানান।
আমার বার্তা/এমই