জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে এবং ছাত্রদের ওপর প্রধান উপদেষ্টা বিরক্ত বলে মন্তব্য করে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৪ মে) দুপুরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্রই।’
বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না উল্লেখ করে নুর বলেন, ‘সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেয়া হয় কীভাবে! বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেনো ডাকা হচ্ছে না।’
ষড়যন্ত্রের বিরাজনীতিকরণের কিচেন কেবিনেট করা হয়েছে মন্তব্য করে নুর বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে।’
আমার বার্তা/এমই