ই-পেপার শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বেন-গুরিয়নসহ ইসরাইলের ৪ গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা

আমার বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৫, ১১:১৫

তেলআবিবে অবস্থিত বেন-গুরিয়ন বিমানবন্দরসহ দখলদার ইসরাইলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।

বুধবার (৩০ জুলাই) পৃথক বিবৃতিতে এ দাবি করে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী।

বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলায় ইসরাইল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরাইলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।

সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।

তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।

এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ইয়েমেনি মুখপাত্র বলেন, তাদের বাহিনী ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে।

ইয়েমেনের সরকারি টেলিভিশন আল-মাসিরাহ-এর বরাতে জানা যায়, সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘একটি বিশেষ সামরিক অভিযানে দখলদার ইয়াফা অঞ্চলের আল-লোদ বিমানবন্দর লক্ষ্য করে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর মেহেরবানীতে এ অভিযান সফল হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে’।

ব্রিগেডিয়ার সারি আরও জানান, ‘দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় চলমান অবরোধের প্রেক্ষিতে দমন-পীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে’।

তিনি বলেন, ‘ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে’।

কী আছে ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্রে?

যদিও ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিশদ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটিকে ‘হাইপারসনিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে বহু গুণ দ্রুতগামী, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরাইলগামী জাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এবার তারা ইসরাইলের ভেতরে কেন্দ্রস্থল তেলআবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল।

এ হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর এখনো প্রকাশ পায়নি। তবে যদি এই দাবি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়। সূত্র: আল-মায়াদিন ও মেহের নিউজ

আমার বার্তা/জেএইচ

ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন, থাকছে না জরুরি অবস্থা

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর দেশে থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করল মিয়ানমারের জান্তা।  আসন্ন

মিয়ানমারে আইন পাস, সমালোচনা করলেই গ্রেপ্তার

মিয়ানমারে সম্ভাব্য নির্বাচনের যে পরিকল্পনা ক্ষমতাসীন সামরিক সরকার ঘোষণা করেছে—সেই পরিকল্পনার সমালোচনা, প্রতিবাদ কিংবা নির্বাচন

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ

থাইল্যান্ডের হাতে আটক কম্বোডিয়ার ২০ সৈন্য

সীমান্তে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ডে আটক হওয়া ২০ জন সেনাকে দেশে ফিরিয়ে আনতে চায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

আগামী পাঁচ-ছয়টা দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রশিয়াল টাইম

রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয়কক্ষের সদস্যদের গোপন ভোটে

গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়: গণশিক্ষা উপদেষ্টা

আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে

প্রাইমার্ক প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৮জন

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখী নেতৃত্ব জরুরি: সেনাপ্রধান

একসঙ্গে জুলাই সনদ নিয়ে যা বললেন বিএনপি-জামায়াতের আইনজীবী

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত নয়

ডিএনসিসি সতর্ক করল জলাধারে বানানো প্লট না কিনতে

এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ, সর্তক পুলিশ

দেশের মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনতে চাই: গভর্নর

গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

দারিদ্র্যতা থেকে মুক্তি পেতে যে দোয়া করবেন

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

কিছু দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আসিফ নজরুল

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১