শিল্পী আসিফ আকবর দীর্ঘদিন ধরে সমাজ ও রাজনীতির বিভিন্ন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি তিনি তার সন্তানকে নিয়ে নিজেও গণমঞ্চে অংশ নেন।
পাঁচই আগস্টের পর নতুন সরকার গঠিত হলে আসিফ সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, কয়েক মাসের মধ্যে সরকারের কার্যক্রমের বিষয়ে মতামত জানাবেন। বর্তমানে তিনি সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ন্যায়-বিপর্যয়ের বিষয়গুলোতে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘটিত পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে আসিফ আকবরও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) তিনি ফেসবুকে একটি পোস্টে রাজনৈতিক নেতাদের ‘নির্লজ্জতা’ নিয়ে মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায়িত্ব নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি, ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”
যদিও পোস্টে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, অনুরাগীদের অনেকেই ধারণা প্রকাশ করেছেন যে আসিফের এই মন্তব্য মূলত আইন উপদেষ্টা বা রাজনৈতিক কিছু উচ্চপর্যায়ের নেতাদের উদ্দেশ্য করে করা।
আমার বার্তা/এমই