মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশী ফ্যাস্টবাল বাংলা মেলা ২০২৫ জমকালো আয়োজন চলাকালে চমৎকার কণ্ঠে গান গেয়ে দর্শকদের হৃদয় মাতিয়ে তুললেন নিউইয়র্ক থেকে আগত এ প্রজন্মের বাংলাদেশী সেরা কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। প্রথমবারের মত জেমসের সাথে একই মঞ্চে গান করলেন তিনি। মেহজাবীন মেহা বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মত একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে পরায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুনী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছে বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি। আরও ভালো ভালো কাজ করতে চাই। মৌলিক গানের কাজ চলছে । খুব শীঘ্রই কয়েকটি গান আসবে।