চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬৩.৫০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব জানান, ২০২৫-২৬ অর্থবছরের ৬৩.৫০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ৫৫ বিলিয়ন অর্জন হবে পণ্য খাতে। আর সেবাখাতে অর্জন হবে ৮.৫০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের সংকটের পাশাপাশি ব্যাংকিং খাতে চরম সংকট চলছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশীয় এসব সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।
রফতানি লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, যে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন হবে বলে আশা করছি। তবে দেশের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের যেসব সংকট মোকাবিলা করতে হয়, সেগুলো সমাধান করলে রফতানি লক্ষ্যমাত্রা আরও বেশি অর্জন হবে।
আমার বার্তা/এল/এমই