ই-পেপার মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এনবিআর ভেঙে দুই বিভাগ, ক্ষোভে ফুঁসছে কাস্টমস ও আয়কর ক্যাডার

আমার বার্তা অনলাইন
১৩ মে ২০২৫, ১৩:৩৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর থাকছে না আগের কাঠামোয়। সরকার গতকাল সোমবার এক অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এনবিআরের আওতাধীন কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা।

সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এনবিআর কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সঞ্চার হয়েছে। অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়েছে।

আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, নতুন কাঠামোতে রাজস্ব সংক্রান্ত নীতিনির্ধারণ এবং ব্যবস্থাপনার স্বাধীনতা না রেখে বরং এনবিআরের পূর্বের ক্ষমতা প্রশাসন ক্যাডারের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে রাজস্ব প্রশাসনের অভ্যন্তরে বিদ্যমান ভারসাম্য নষ্ট হবে বলে তারা আশঙ্কা করছেন।

সোমবার সকালে অধ্যাদেশ জারির গুঞ্জন ছড়িয়ে পড়লে রাজধানীর এনবিআর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন। ফলে কার্যত কিছু সময়ের জন্য রাজস্ব আদায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

কর্মকর্তারা বলছেন, বিশ্বের প্রায় সব দেশেই একটি স্বতন্ত্র রাজস্ব সংগ্রহকারী সংস্থা রয়েছে, যা নীতিনির্ধারণ ও বাস্তবায়ন—দু’টিই একসঙ্গে করে থাকে। কিন্তু বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ সমীক্ষা বা আলোচনার ধার না ধরেই দীর্ঘদিনের প্রতিষ্ঠান এনবিআরকে ভেঙে ফেলা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় যে প্রভাব পড়বে—তা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতামত নেওয়া হয়নি। এমনকি অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি কিংবা এনবিআর সংস্কার পরামর্শক কমিটির সুপারিশও এ সিদ্ধান্তে বিবেচনায় আসেনি।

নতুন কাঠামোয় প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসন ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে কাস্টমস ও আয়কর ক্যাডারের দাবি, এসব পদে মূল কর্তৃত্ব থাকবে প্রশাসন ক্যাডারের হাতেই। ফলে দীর্ঘদিন রাজস্ব প্রশাসনে কাজ করা ক্যাডারের অভিজ্ঞতা উপেক্ষিত হবে বলে তারা আশঙ্কা করছেন।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের দুইটি শীর্ষ অ্যাসোসিয়েশন মঙ্গলবার একটি বৈঠকে বসছে। বৈঠকে পরবর্তী করণীয় ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে তাদের মতামত প্রতিফলিত হয়নি। বরং এমন এক কাঠামো তৈরি করা হয়েছে, যেখানে অভিজ্ঞতা না থাকা কর্মকর্তাদের পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনার গুণগত মান ও দক্ষতা মারাত্মকভাবে ব্যাহত হবে। একইসঙ্গে, বর্তমান কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতির পথও সংকুচিত হয়ে পড়বে বলে তারা মনে করছেন।

আমার বার্তা/জেএইচ

জাতীয় স্বার্থের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডার চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেছেন, ‘জাতীয় স্বার্থের বাইরে কোনও

কলম বিরতিতে এন‌বিআর কর্মকর্তা-কর্মচারীরা, তোপের মুখে চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

যে কারণে জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করলো সরকার

অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং

জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে ৪ দশমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ঝুঁকিপূর্ণ গাছের সাঁকো দিয়ে চলাচল হাজার মানুষের একমাত্র ভরসা

শিক্ষকরা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না

উচ্চ কোলেস্টেরল যখন নীরব ঘাতকে পরিনত করে

জাতীয় স্বার্থের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডার চেয়ারম্যান

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: আইইবি

কলম বিরতিতে এন‌বিআর কর্মকর্তা-কর্মচারীরা, তোপের মুখে চেয়ারম্যান

তিন দশক পর প্রিমিয়ার লিগে ফিরছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব

রানা দেখালেন চেষ্টা থাকলে নিউইয়র্ক জয় করা সম্ভব

এসএসসির শেষ পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৮

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

মিশরের সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে পারবেন সিভিল সার্জনরা

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা কোন রাষ্ট্রের প্রক্সি হতে চাই না

জুলাই ঘোষণাপত্রে আ.লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে

ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম ‘নেক্সটজেন’ চালু করছে প্রাণ-আরএফএল

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ৪৪৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ