দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুরু করেছে প্রথমবারের মতো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম ‘নেক্সটজেন’। এই প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থী পাবেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ওঠার আকর্ষণীয় সুযোগ।
নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ১৭ মে পর্যন্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন ক্যাম্পাসে পরিচিতি, কর্পোরেট ও ব্র্যান্ড সম্পর্কে জানার জন্য সুযোগ।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখার জন্য অনেক বড় একটি সুযোগ। এর মাধ্যমে তারা কর্পোরেট বিশ্ব ও ব্র্যান্ড সম্পর্কে অনেককিছু জানতে বুঝতে পারবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করলে শিক্ষার্থী পাবেন প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এক্সক্লুসিভ উপহার ও সার্টিফিকেট। এছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপে ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার গড়ার সুযোগসহ টিম ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টের দক্ষতা এবং নেটওয়ার্কিং বৃদ্ধির সুযোগ পাবেন।
যে কোনো বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়ন করছে এমন শিক্ষার্থীরা লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার পর বাছাই প্রক্রিয়া শেষে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
আমার বার্তা/এল/এমই