অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় বলে উল্লেখ করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। বলেছেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী।
শনিবার (১২ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি র্যাবের সাম্প্রতিক বিভিন্ন সফল অভিযান ও অপরাধ দমন কার্যক্রম তুলে ধরেন।
তিনি জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে হত্যাকাণ্ড, সন্ত্রাস, মাদক, অপহরণ, প্রতারণা ও আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মিটফোর্ডে ইট দিয়ে খুন, গ্রেফতার ২
গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে মাথায় ইট দিয়ে হত্যা করা হয়। কোতোয়ালি থানায় দায়ের করা মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে কেরানীগঞ্জ এলাকা থেকে আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) কে গ্রেফতার করে।
চট্টগ্রামে স্ত্রীকে ১১ খণ্ড করে হত্যা, স্বামী গ্রেফতার
একইদিন চট্টগ্রামের বায়েজিদ এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে লাশ রেখে পালিয়ে যান মো. সুমন (৩৫)। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পেছনে পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া গেছে।
বিমানবন্দরে বোমা আতঙ্ক: ভুয়া কল, আটক ৩
গত ১১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলে এক নারী কণ্ঠের ফোনে বোমার আশঙ্কা জানানো হলে কাঠমান্ডুগামী একটি ফ্লাইট থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ভুয়া নম্বর শনাক্ত করে উত্তরা দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ইমনের স্ত্রী তাহমিনা, ইমনের মা ও ইমরানকে আটক করা হয়।
মব ভায়োলেন্সে গ্রেফতার ২০
লালমনিরহাটের পাটগ্রামে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে হত্যা মামলায় ৬ জন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য
হবিগঞ্জে ১৮০০ বোতল বিদেশি মদসহ ২ জন ও রংপুরে ১৫৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়। চলতি বছরেই মাদক মামলায় সাড়ে ৩ হাজার আসামি গ্রেফতার, ২৭ হাজার কেজি গাঁজা, ৪২ লাখ পিস ইয়াবা ও ১ লাখ ৫ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
অপহরণ ও মুক্তিপণ
রোহিঙ্গা ক্যাম্পে হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণের ঘটনায় ৫ জন, কুমিল্লায় অপহৃত ৭ বছর বয়সী শিশুকে উদ্ধার এবং বিভিন্ন ঘটনায় মোট ৭ জন অপহরণকারী গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত ৫০০ অপহরণকারী গ্রেফতার ও ৭৫০ জন ভিকটিম উদ্ধার হয়েছে বলে জানায় র্যাব।
অন্যান্য অভিযান
র্যাব মহাপরিচালক আরও বলেন, “আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ভবিষ্যতেও অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করে যাবে। জনগণের আস্থা অর্জনই র্যাবের মূল লক্ষ্য।”
আমার বার্তা/এমই