কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকার চোরাচালান ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।
সোমবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান চালায়। সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে, চাঁনপুর নামক এলাকা থেকে একটি সিএনজিসহ মোট ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়।
এই পণ্যের বাজারমূল্য আনুমানিক সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা। আটককৃত শাড়িগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিতভাবে সীমান্তে টহল ও অভিযান চালিয়ে আসছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আমার বার্তা/এল/এমই