মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পঞ্চসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিরপাথর এলাকার স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা আরও বলেন, মুক্তারপুর সেতুর নিচে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও সেবীরা প্রকাশ্যে অবাধে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। মাসুদা বেগম হত্যার সঙ্গে এ চক্রটি জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৭ জুন (শুক্রবার) সকালে মুক্তারপুর সেতুর সিঁড়ির নিচ থেকে সদর উপজেলার মালিরপাথর এলাকার মৃত পানা উল্লাহ বেপারির মেয়ে মাসুদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তার পরনের কাপড় পাওয়া গেছে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহত মাসুদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বার্তা/এল/এমই