জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারী খুন হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তাজপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামী জহির উদ্দিনকে পুলিশ তার বাড়ি থেকে আটক করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জেরে রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন জহির উদ্দিন। হত্যার পর তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
পরে নিহত রোকেয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আমার বার্তা/এল/এমই