ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

হাবিবুল্লাহ মীর,রূপগঞ্জ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
৩০ জুলাই ২০২৫, ১৮:৫১
ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম অভিযুক্তদের ছাড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর অধ্যক্ষ সুরাইয়া পারভীনের নির্দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন পাঠ্যবই স্টোর রুম থেকে কেজি দরে বিক্রি করা হয়। পিকআপ চালক হেদায়েত উল্লাহ এবং বই ক্রেতারা মিলে বইগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ, বই ক্রেতা এবং পিকআপ চালককে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। পরে সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে গিয়ে বই পিকআপ থেকে নামিয়ে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, পর্যাপ্ত বই না থাকার কথা বলে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি, অথচ সেই বই কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এর আগে অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাৎ, কাজ না করিয়ে বিল উত্তোলন, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাত্র ২৫ হাজার টাকার ইলেকট্রিক কাজের জন্য ১ লাখ ২০ হাজার টাকার বিল উত্তোলন করেছেন তিনি। আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে না এনে ব্যক্তিগতভাবে গোপন লেনদেন করেন। সুরাইয়া পারভীনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন, "নতুন-পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রির সময় জব্দ করা হয়েছে। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিনিময়ে ম্যানেজ করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, "ঘটনার খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা অফিসের কেউ জড়িত থাকলে তারাও আইনের আওতায় আসবে।

এদিকে, শিক্ষার্থীরা সতর্ক করে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন কর্মী আহত হয়েছেন।

নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তী ১৬ ডিসেম্বর নতুন এক

ট্রেনের সময় বদলে যাচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার রুটে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষা মূলকভাবে নতুন করে নির্ধারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

আগামী পাঁচ-ছয়টা দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই ক্রশিয়াল টাইম

রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয়কক্ষের সদস্যদের গোপন ভোটে

গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়: গণশিক্ষা উপদেষ্টা

আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে

প্রাইমার্ক প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৮জন

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখী নেতৃত্ব জরুরি: সেনাপ্রধান

একসঙ্গে জুলাই সনদ নিয়ে যা বললেন বিএনপি-জামায়াতের আইনজীবী

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত নয়

ডিএনসিসি সতর্ক করল জলাধারে বানানো প্লট না কিনতে

এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ, সর্তক পুলিশ

দেশের মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনতে চাই: গভর্নর

গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

দারিদ্র্যতা থেকে মুক্তি পেতে যে দোয়া করবেন

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

কিছু দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আসিফ নজরুল

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১