আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা- আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহাজ্ব কবীর আহম্মেদ ভূইয়ার নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ জুলাই) বিকেলে কসবায়, কসবা উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে পথসভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। এসময় তিনি কসবা -আখাউড়া উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ঘোষনার পাশাপাশি, সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় কসবা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন সহ বিভিন্ন ইউনিটের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথসভায় কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও
পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে।আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া'র সাথে এক হয়ে আগামী দিনেও রাজপথে থেকে কসবা বাসীর উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
এর আগে বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হাসান এবং সাধারন সম্পাদক মোঃমনির হোসেন এর নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী পথসভা ও গণসংযোগে যোগ দেন। এসময় তারা বিভিন্ন শ্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন।