আজ ২১ মে ২০২৫ বোদা উপজেলার ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীর তীরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বোদা থানার এসআই রাসেলের নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন অনুযায়ী বালুমহল ঘোষিত পয়েন্ট ব্যতীত নদী বা নদী সংলগ্ন কোন স্থান থেকে বালু উত্তোলন আইনত দণ্ডনীয়। ঘোষিত বালুমহল হতেও ইজারাদারগণ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করতে পারবে না। এছাড়াও বালু উত্তোলন কার্যক্রম সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কোন অবস্থাতেই রাতে বালু উত্তোলন করা যাবে না। নদীর তীরের ক্ষতি করে বালু উত্তোলন পরিবেশের জন্য হুমকি।
অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন পঞ্চগড় এর অভিযান চলমান থাকবে বলে জানা যায়।