গাইবান্ধা গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামীও গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাখালবুরুল পীরপল বাজারে এদূঘর্টনা ঘটে। নিহত শাপলা বেগম (৩৮) রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রচন্ড ঝড়ো বাতাস বইছিলো। শাপলা বেগম ও তার স্বামী খোকা মিয়া বাজারে দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ বট গাছের একটি বড় ডাল তার চায়ের দোকানের টিনের চালার উপর পড়ে। এসময় গাছের ডালের নিচে পড়ে দুইজনই চাপা খান।
স্থানীয়রা উদ্ধার করে দেখতে পান শাপলা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী খোকা মিয়াকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান।
রাখালবুরুজ ইউনিয়নে চেয়ারম্যান মো: হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল আহম্মেদ বলেন, কালবৈশাখী ঝড়ে কবলে পরেন চা দোকানী স্বামী- স্ত্রী। গাছের ডাল ভেঙ্গে ঘটনাস্থলেই শাপলা নামে ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন চা দোকানী স্বামী খোকা মিয়া।