ভোলার প্রায় ২২ লাখ মানুষের সুচিকিৎসার জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থাকলেও চিকিৎসকসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই হাসপাতালে রোগী এলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসকসহ নানা সংকটের কারণে এই অবস্থা। তবে জেলাবাসীর দাবি, ভোলায় সরকারি মেডিকেল কলেজ হলে পর্যাপ্ত চিকিৎসক থাকবে এবং মিলবে সুচিকিৎসাও। তাই সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা।
ভোলা জেলার প্রায় ২২ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য একমাত্র ভরসা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। কিন্তু চিকিৎসক ও নার্সসহ নানা সংকটে প্রতিদিনই ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। দূরদূরান্ত থেকে রোগীরা এসেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। সুচিকিৎসার জন্য তাদের বরিশাল ও ঢাকায় যেতে হয়। আর ভোলা জেলার চারদিকে নদী থাকায় তাদের পাড়ি দিতে হয় ঝুঁকিপূর্ণ নৌপথ।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অফিস সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বিভিন্ন পদে ৬১ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র ১৯ জন। এরমধ্যে একজন তত্ত্বাবধায়ক ও একজন সহকারী পরিচালক। সিনিয়র কনসালটেন্টের ১০টি পদ থাকলেও রয়েছেন ৩ জন, জুনিয়র কনসালটেন্টের ১৩টি পদের বিপরীতে রয়েছেন ৩ জন, ৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও রয়েছেন মাত্র একজন। অন্যান্য চিকিৎসকের পদেও একই অবস্থা।
আমার বার্তা/এল/এমই