ই-পেপার রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিআর-২৮ ও ২৯ ধানে ব্লাস্ট রোগে ফলন না পাওয়ার শঙ্কা

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৫, ১১:০৫
আপডেট  : ০৪ মে ২০২৫, ১১:১৪

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলতি বোর মৌসুমে বিআর-২৮ ও ২৯ জাতের ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে ক্ষতির সম্মুখীন কৃষকরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জমির মাটি বিক্রিকৃত ক্ষেতেই এ রোগের আক্রান্তের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। এছাড়াও এবার হীরা-১৯ এবং হাইব্রিড ধানেও ব্লাস্ট আক্রান্তের নমুনা দেখা দিয়েছে।

কৃষি অফিসের সূত্রে জানা গেছে, চলতি বছর বিআর-২৮ জাতের আড়াইশ’ হেক্টর, ২৯ জাতের প্রায় ৫ হাজার হেক্টর, হাইব্রিড জাতের প্রায় ১১ হাজার হেক্টর এবং অন্যান্য জাতের সর্বমোট ২০ হাজার ১ হাজার ৭৫ হেক্টর বোর ধানের আবাদ হয়েছে।

কৃষি অফিসের কর্মকর্তারা জানিয়েছে, বিগত বছরের তুলনায় এবার এ রোগের আক্রান্ত কম। কৃষি অফিসের পরামর্শ গ্রহণকারিরা অনেকটাই সুফল পেয়েছেন। বিআর-২৮ ও ২৯ জাতের ধানে কাইচ থোড়ের আগে এবং পরে দুই সপ্তাহ পর পর দুইবার প্রতি শতক জমিতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কৃষকরা অভিযোগ করছেন, সার-কীটনাশক প্রয়োগেও কাজ হচ্ছে না। বাজারে ভেজাল কীটনাশক বিক্রি বন্ধে তদন্ত ও প্রতিকার হওয়া উচিত।

উপজেলার দাগি গ্রামের কৃষক মাসুদুর রহমান, রফিকুল ইসলাম এবং নলকুড়ি গ্রামের খলিলুর রহমান জানান, আমাদের প্রায় তিন বিঘা জমিতে বিআর-২৮-২৯ ধানের সমৃদ্ধ গোছা ও শীষ খুবই সুন্দর। কিন্তু ধানে মোহর নাই। কয়েকবার সার-কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার পাইনি। ধান গাছের খড় গরু খাইলে পাতলা পায়খানা হচ্ছে।

কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছেন কি না? জানতে চাইলে উত্তরে কৃষক মাসুদুর রহমান ও খলিলুর রহমান বলেন, আমরা খোলাবাজার থেকে কীটনাশক ছিটিয়েছি। কোন কাজ হয়নি। দুই দিনেই ক্ষেত শেষ। কৃষি অফিসে যোগাযোগ করে কী হবে।

উপসহকারি কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পুরনো জাতের ধান এখন সহনশীল নয়। কৃষকের সচেতনতার বিকল্প নাই।

ময়মনসিংহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল বাশার জানিয়েছেন, টপসয়েলহীন জমির উর্বরতা হ্রাসের কারণে ব্লাস্ট আক্রমনের ঝুঁকি বেশি থাকে। টপসয়েলের (জমির উপরিভাগের মাটি) গুরুত্বপূর্ণ উপাদানে থাকে ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম। ফলে রাতে ঠান্ডা, দিনে গরম এবং হালকা বৃষ্টির কারণে ফসলে ছত্রাক জাতীয় রোগ দ্রুত ছড়ায়।

মেলান্দহ কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, বায়ুবাহিত ছত্রাক সাধারণত ধানের শীষের গোড়ায় কালচে ক্ষতের সৃষ্টি করে। ফলে মাটি থেকে গাছের গোড়ায় খাদ্য সরবরাহ বন্ধ হয় এবং ধানের শীষ চিটায় পরিণত হয়। এই রোগাক্রান্ত হলে প্রথমেই বোঝার সুযোগ কিংবা প্রতিকারের সময়ও পাওয়া যায় না। মাঠপর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তাসহ আমরাও আগে থেকেই কৃষকদের সচেতন করেছি। যারা আমাদের পরামর্শ মানে নাই, তারাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তিনি আরও বলেন, কৃষকদের বিআর-২৮ জাতের পরিবর্তে ৮৮ ও ৯২ এবং বিআর-২৯ জাতের পরিবর্তে ৮৯ এবং ৯৪ জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো যেমন চিকন এবং ফলনেও ভালো।

আমার বার্তা/এল/এমই

বাউফলে চিকিৎসকের ১১টি পদের ভিতর ১০টি পদই শূন্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সালে স্বাস্থ্যকমপ্লেক্স ৩১ শয্যায় উন্নীত হয়। ২০১৩ সালের

চাকরিপ্রার্থীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাগবিতণ্ডার জের ধরে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রৌমারী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ গঠন

প্রাথমিক শিক্ষার গণগত মানোন্নায়ন শিক্ষকগণের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, আর্থিক ও মানবিক সহায়তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের উদ্বোধন

মেসেঞ্জারে চ্যাট গ্রুপ তৈরি করবেন যেভাবে

আগামী পাঁচদিন কমবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ভারতকে কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত

দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক গ্রেপ্তার

ছেলের পর মায়ের মৃত্যু, বেঁচে থাকা নারীর অবস্থাও আশঙ্কাজনক

বাউফলে চিকিৎসকের ১১টি পদের ভিতর ১০টি পদই শূন্য

বিএনপির সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছানোর আহ্বান

ইবরাহিম (আ.) মক্কা শহরের জন্য যে দোয়া করেছিলেন

চাকরিপ্রার্থীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জাহাজ চলাচলে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

করদাতাদের স্বস্তি দিতে নেওয়া হচ্ছে পদক্ষেপ

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

বিআর-২৮ ও ২৯ ধানে ব্লাস্ট রোগে ফলন না পাওয়ার শঙ্কা

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি এ সপ্তাহে

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল

চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নিহত