ই-পেপার মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রি: পুলিশ কনস্টেবলসহ ৬ জন গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৫, ১১:০০

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল মো. রিয়াদ এবং তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর পতেঙ্গা থানার কাঠগড় ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পুলিশ কনস্টেবল মো. রিয়াদ, তার সহযোগী আবদুল গণি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মো. ইসহাক। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কনস্টেবল রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আবদুল গণি ও ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত। কনস্টেবল রিয়াদ, আবু বক্কর ও মোস্তাফিজুর রহমান থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছেন। এছাড়া জবানবন্দি না দেওয়ায় গ্রেফতার ইসহাককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া ৬ আসামিকে আদালতে হাজির করে পতেঙ্গা মডেল থানা পুলিশ। এরমধ্যে তিন জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার পুলিশ কনস্টেবল রিয়াদকে নিয়ে অভিযান চালিয়ে অন্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে এগুলো গত আগস্টে লুট হয়েছিল।

পুলিশ জানিয়েছে, পতেঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় নগরীর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর জেলায় কর্মরত কনস্টেবল রিয়াদকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তিনি দীর্ঘদিন অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার সঙ্গে জড়িত চক্রের বাকি পাঁচ সদস্যকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের পতেঙ্গার কাঠগড় এলাকায় আসামি আবদুল গণির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গত ৩ মার্চ রাতে চট্টগ্রামের সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নে ‌মাইকে ‌‘ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়। ঘটনার সময় নিহত নেজামের মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে আটক করে নগরীর কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সিএমপির একটি টিম। জিজ্ঞাসাবাদে থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন কনস্টেবল রিয়াদ। এরপর তাকে নিয়ে অভিযানে নামে কোতোয়ালি থানার একটি তদন্ত টিম।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আটটি থানা ও আটটি ফাঁড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ওই সময় ৮১৩টি অস্ত্র এবং ৪৪ হাজার ৩২৪টি গুলি লুট হয়।

আমার বার্তা/জেএইচ

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের জন্য

রংপুরে ‘পদ্মরাগ’ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা

জামায়াতে যোগ দিলেন চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন সনাতন ধর্মালম্বী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৫ জন ‘সনাতন’ ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার বিকালে দলের জেলা

আসন বিন্যাস: প্রশাসনের আশ্বাসে ভাঙ্গায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে পুলিশের ৪১ জন কর্মকর্তাকে ভুতাপেক্ষা পদোন্নতি

মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি: মহাপরিচালক

আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

হেফাজতে মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ঘাটতি স্পষ্ট করে

কর্মচারীকে মালিক সাজিয়ে ২১ কোটি লোপাট, আসামি সাইফুজ্জামান সিন্ডিকেট

প্রায় ২০০০ কোটি টাকার কেনাকাটার সাত প্রস্তাব অনুমোদন

বিনিয়োগ বাড়াতে সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি জরুরি: জাপানের রাষ্ট্রদূত

২৮ অক্টোবরের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ৬৭ জন

জাতিসংঘে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ৪ বছর আগের: পররাষ্ট্র উপদেষ্টা

কাতারে ইসরায়েল যে গর্হিত কাজটি করেছে তার নিন্দা জানিয়েছি

জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম

ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের নামে মামলা

জিএম কাদের-শামীম হায়দারের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার নেতার

সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা

নেতানিয়াহু যেন হিটলারেরর আত্মীয়ের মতো বললেন এরদোয়ান

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে

ডাকসু নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনার দাবি উমামা ফাতেমার

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্কতার আহ্বান বিএনপির