রাজধানীর কামরাঙ্গীরচরের দুরাণী ব্রিজের ঢালে ছিনতাইকারীর কিল ঘুষিতে মো. রফিক (৩৫) নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়েছেন।এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে আজ সকালের দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ সানোয়ার (মহাজন) জানান, প্রতিদিনের মতো আজ ভোরে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বেরিয়েছিল রফিক। ভোরের দিকে কামরাঙ্গীরচরের দুরানির ব্রিজের ঢালে আসামাত্রই ৪/৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীর কিল ঘুষিতে রফিক অচেতন হয়ে পড়লে তার রিক্সাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।এখনো তার জ্ঞান ফিরেনি। রফিক কামরাঙ্গীরচরের জসিমের গেরেজে থাকতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান ,আজ সকালের দিকে অচেতন অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ