ই-পেপার বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩২

বনাঞ্চল ধ্বংসের মূল কারণ হচ্ছে সরকারি বেসরকারি মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক:
১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

সরকারি বেসরকারি মেগা প্রকল্পের কারণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞবৃন্দ। তারা বলেছেন, বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণের মতামতকে উপেক্ষা করে বনের জায়গা দখল করে একের পর এক প্রকল্প বাস্তবায়ন চলছে। কল-কারখান, রিসোর্ট, আবাসনসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হচ্ছে। যা বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশগত ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এটা মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘বন, পাহাড়, উপকূল, ও আদিবাসী অধিকার’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ সব কথা বলেন তারা।

বাপা সহ-সভাপতি মহিদুল হক খানের সভাপতিত্বে সভায় ধারণাপত্র উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম। বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, অধ্যাপক জোবাইদা নাসরিন কনা ও অধ্যাপক রুবায়েত ফেরদৌস, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী, আদিবাসী নেতা দীপায়ন খীসা প্রমূখ।

সভায় উত্থাপিত ধারণাপত্রে ড. এম শহীদুল ইসলাম বলেন, একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের সরকারি হিসেবে আছে ১৩ শতাংশ। বাস্তবে আরো কম। গবেষণায় দেখা গেছে, গত ২৫ বছরে পাহাড়ে ৩০ শতাংশ বনভূমি কমেছে। যার অন্যতম কারণ শিল্পায়ন ও নগরায়ন। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি সংস্থাও বনের জায়গায় বিশাল বিশাল প্রকল্প করেছে। বনের মধ্যে গড়ে তোলা হয়েছে, হরেক ধরণের রিসোর্ট। যা বনের গাছপালা শুধু নয়, বনের প্রাণ-প্রকৃতিও নষ্ট করছে।

লবণাক্ততার আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করে ড. এম শহীদুল ইসলাম বলেন, এক সময়ে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিলো, হেক্টর প্রতি এক হাজার দু’শো কেজি চিংড়ি উৎপাদন হবে। যে কারণে চিংড়ি চাষের প্রসার ঘটে। কিন্তু সেই স্বপ্ন পুরণের বদলে আমরা লবণ পেয়েছি। আর লবণাক্ততার প্রভাবে চকোরিয়া সুন্দরবন বিলীন হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনের জীব-বৈচিত্র্য হুমকির মুখে। এরপর রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছেন। পরিবেশের এই সংকটের জন্য জলবায়ু পরিবর্তনের থেকে আমাদের দায় কম নয়।

বাপা নেতা ড. এম শহীদুল ইসলাম বলেন, দখল ও দুষণের কারণে উপকূলে ঘূর্ণিঝড়, জলোচ্ছাসের মতো প্রকৃতি দূর্যোগ বেড়েছে। প্রতিবছই পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে। বন্যার প্রকোপও বেড়েছে। নদী ভরাট হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় স্থায়ী জলবদ্ধতা দেখা দিচ্ছে। কিন্তু দখল-দুষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নেই। আইন ও নীতিমালা বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বলেন, অদুরদর্শী পদক্ষেপ গ্রহণের কারণে ভূমি ও ভূ-প্রকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারণে পাহাড়, উপকূলসহ বিভিন্ন এলাকার মানুষ উদ্বাস্তু হচ্ছে। এই সংকট মোকাবেলায় যে কোন প্রকল্প গ্রহণে স্থানীয় ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে। সকল এলাকার জন্য একই প্রকল্প সুফল দিবে না। বিশেষায়িত অঞ্চলের জন্য স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প প্রণয়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় জনগণের চিরায়ত জ্ঞানকে প্রধান্য দিতে হবে।

অধ্যাপক জোবাইদা নাসরিন কনা বলেন, যে ব্যবস্থাপনা আমাদের বনকে ক্ষতিগ্রস্থ করে সেই ব্যবস্থাপনা আমরা চাই না। আদিবাসীরা ৮৫ শতাংশ বন রক্ষা করে থাকে। অথচ তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বন ও ভূমি বিপর্যয় থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সহকারি অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, উপকূল সর্বদাই বঞ্চিত। উপকূলের চারপাশে পানি হলেও বিশুদ্ধ পানির সংকট চলমান, পানির করণের স্বাস্থ্য সমস্যা, দখল ও দূষণে মৃতপ্রায় নদীগুলো। সরকার ও জনগণের ঐক্যবদ্ধভাবে ব্লক ও বাঁধ দিয়ে উপকূল রক্ষা করার নামের অনিয়ম বন্ধ, উপকূলের নিষিদ্ধ জাল নির্মূল ও জেলেদের পুনর্বাসন জরুরী বলে গুরুত্ব আরোপ করেন।

দ্বিতীয় দিনের শুরুতে ‘স্থায়িত্বশীল নগরায়ন’ বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন বাপা সহ-সভাপতি খুশী কবির। ধারণাপত্র উত্থাপন করেন পরিকল্পনাবিদ তৌফিকুল আলম। সর্বশেষ অধিবেশনে ‘জ্বালানী, বিদ্যুৎ, ও জলবায়ু পরিবর্তন’ নিয়ে আলোচনা হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদের সভাপতিত্বে ওই সভায় মূল বক্তব্য উত্থাপন করেন বাপার কোষাধ্যক্ষ জাকির হোসেন। সভায় দেশি-বিদেশী পরিবেশ বিজ্ঞানী, গবেষক ও সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। সকলের মতামতের ভিত্তিতে সম্মেলনের প্রস্তাব গৃহীত হয়।

সম্মেলনে গৃহীত প্রস্তাবনায় বলা হয়, রাজনৈতিক দলসমূহকে পরিবেশ রক্ষার প্রতি মনোযোগী হতে বাপার প্রয়াস অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য সকল রাজনৈতিক দলসমূহকে বাপা সুপারিশ প্রদান করবে। পরিবেশ আন্দোলনের রাজনৈতিক কার্যকারিতা বৃদ্ধির উপায় সম্পর্কে বাপা-বেনে অনুসন্ধান ও আলোচনা অব্যাহত রাখবে। শিল্পায়নকে বিকেন্দ্রীকরণ ও সুষম নগরায়নের লক্ষ্যর সাথে যুক্ত করতে হবে। পরিবেশ বিষয়ক জ্ঞান বিকাশের ক্ষেত্রে বাপা-বেন যে সাফল্য অর্জন করেছে এবং সেলক্ষ্যে বাপা-বেন বার্ষিক সম্মেলনসহ যেসব সফল কার্যক্রমের সূচনা করেছে তা অব্যাহত রাখতে এবং আরও জোরদার করতে হবে। পরিবেশ সমস্যার সমাধানের লক্ষ্যে জোরাদার আন্দোলন গড়ে তুলতে হবে।

আমার বার্তা/এমই

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক নারীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  শারমিন (৩৫) নামে দগ্ধ আরও এক নারীর

ঢাকায় আলজেরিয় জাতীয় শহীদ দিবস পালিত

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানী ৫৬ লক্ষ বীর আলজেরিয়ান যুবক-পুরুষ ও নারীদের-

ডেভিল হান্টে মোহাম্মদপুর-আদাবর থানা এলাকায় গ্রেপ্তার ২৫

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ

সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইতালির

নাগরপুরে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময়

পূর্বাচলে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪

উন্নত বাংলাদেশের মর্যাদা এনে দিয়েছে' শহীদ জিয়া -শিমুল বিশ্বাস

জলঢাকা সরকারি কলেজ ছাত্র কল্যাণ পরিষদ কমিটি বিলুপ্ত

রূপগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপি নেতা বিল্লাহ হোসেন

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক নারীর মৃত্যু

শ্রমিক কল্যাণ তহবিলে তালিকাভুক্ত না হলে সরকারি দরপত্রে অংশ নয়

আওয়ামী লীগের নিপীড়নের বিরুদ্ধে সুফিদের লড়াই প্রশংসনীয়: মাহফুজ

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন ট্রাম্প: মিশর

রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও কীভাবে কমিটি দিয়ে কাজ চালায় বৈষম্যবিরোধী

পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের

সরকারে বসে দল গঠন কখনোই মেনে নেওয়া হবে না: ফখরুল

জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন বৃহস্পতিবারের কার্যতালিকায়

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

ঢাকায় আলজেরিয় জাতীয় শহীদ দিবস পালিত