ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও এতে ভোটারদের কিছুটা কষ্ট হচ্ছে। তবে তিনি মনে করেন, জাতীয় স্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে শিক্ষার্থীরা সেই কষ্ট মেনে নিয়ে ভোট দিচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হামিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই ভালো। শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বটে কিন্তু জাতীয় স্বার্থে তারা সেই কষ্টকে স্বীকার করছে।
তিনি বলেন, কিছু অভিযোগ উঠেছে তবে আমরা নিজেরা এখনো সেসব প্রত্যক্ষ করিনি। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন হয়।
ভোটার তালিকা বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হামিম। তার অভিযোগ, আগে নির্ধারিত কোনো নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক আজ হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন।
এই জিএস প্রার্থী বলেন, এই একটা সমস্যাই আমরা দেখেছি। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমার বার্তা/জেএইচ